আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক গ্রেফতার
প্রদীপ কুমার মাইতি,অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakrabarty) আপ্ত সহায়ককে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, সোমবার …
আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক গ্রেফতার
প্রদীপ কুমার মাইতি,অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakrabarty) আপ্ত সহায়ককে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, সোমবার বিকেলে সোহমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সজল মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার পুলিশ। সজলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার তাঁকে তমলুক মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে এই গ্রেফতারি নিয়ে একটি ভিডিয়ো বার্তা দেন সোহম। সেখানে তিনি জানান, কাজের জন্য তাঁকে যখন চণ্ডীপুরের বাইরে থাকতে হোত, অফিসের সমস্ত ভার সজলের হাতেই থাকত। সেই সুযোগকে কাজে লাগিয়েই বহু মানুষের কাছ থেকে সজল টাকা নেন। কখনও চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস, আবার কখনও উঁচু পদে বসিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিতেন লোকের কাছ থেকে বলে দাবি সোহমের। এমনকী বিষয়টি সোহম জেনে গেলে তাঁকেও সজল ব্ল্যাকমেল করতেন বলেই অভিযোগ করেছেন চণ্ডীপুরের বিধায়ক। সোহমের একটি গাড়ি সজল ব্যবহার করতেন। পরে সেটি সোহমকে ফিরিয়ে দিতেও অস্বীকার করেন তিনি। গাড়ির চাবি হস্তান্তরের জন্য ৪ লক্ষ টাকাও চান সোহমের আপ্ত সহায়ক। এরপরই সোহম প্রশাসনের দ্বারস্থ হন।
No comments