আগামী ২৭শে ফেব্রুয়ারী আসছে দিন জোড়া ফুলে ভোট দিন প্রচারে হলদিয়ার- আজগর
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তামলুক এগ্রা তিনটি পৌরসভা নির্বাচন আসন্ন আগামী 27 এ ফেব্রুয়ারি তার জন্যই শাসকদল বিধায়ক সাংসদ পঞ্চায়েত সমিতির নেতৃত্ব এবং গণসংগঠ…
আগামী ২৭শে ফেব্রুয়ারী আসছে দিন জোড়া ফুলে ভোট দিন প্রচারে হলদিয়ার- আজগর
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তামলুক এগ্রা তিনটি পৌরসভা নির্বাচন আসন্ন আগামী 27 এ ফেব্রুয়ারি তার জন্যই শাসকদল বিধায়ক সাংসদ পঞ্চায়েত সমিতির নেতৃত্ব এবং গণসংগঠনের নেতৃত্ব গন তিনটি পৌর এলাকায় দলীয় প্রার্থীর সমর্থনে ঝাঁপিয়ে পড়েছেন জয় সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে।আসন্ন তমলুক পৌরসভা নির্বাচনে ০৯ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মনোনীত
প্রার্থী শ্রীমতি আনোয়ারা বেগম এর সমর্থনে নির্বাচনী প্রচারে হলদিয়া পৌরসভার পৌর পারিষদ সেক আজগর আলী (পল্টু ভাই ) মহাশয়। সভায় উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক কমিটি তৃণমূল নির্বাচন কমিটির অন্যতম নেতৃত্ব মন্ত্রী ডাক্তার সৌমেন কুমার মহাপাত্র রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বর্গ।
No comments