বাড়অমৃত বেড়িয়া গ্রামের নবনির্মিত শ্রী শ্রী শীতলা ও কালী মায়ের মন্দিরটির মাঙ্গলিক নিয়ম মেনেই গৃহপ্রবেশ
40 লক্ষাধিক টাকা ব্যয়ে নবনির্মিত শ্রী শ্রী শীতলা ও কালী মায়ের মন্দিরটির মাঙ্গলিক নিয়ম মেনেই গৃহপ্রবেশের অনুষ্ঠান অনুষ…
বাড়অমৃত বেড়িয়া গ্রামের নবনির্মিত শ্রী শ্রী শীতলা ও কালী মায়ের মন্দিরটির মাঙ্গলিক নিয়ম মেনেই গৃহপ্রবেশ
40 লক্ষাধিক টাকা ব্যয়ে নবনির্মিত শ্রী শ্রী শীতলা ও কালী মায়ের মন্দিরটির মাঙ্গলিক নিয়ম মেনেই গৃহপ্রবেশের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বাড়অমৃত বেড়িয়া গ্রামের পূর্ব পল্লীতে
কোভিড পরিস্থিতিতে সরকারি বাধা-নিষেধ থাকার জন্য ৪০ লক্ষাধিক টাকা ব্যয়ে মহিষাদল ব্লকের বাড় অমৃত বেড়িয়া গ্রামের পূর্বপল্লী র নব নির্মিত শ্রী শ্রী শীতলা মায়ের এবং শ্রী শ্রী কালী মায়ের মন্দির-- এর উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ রাখল পল্লীবাসী। ভূমি দপ্তরের এক নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত ৭ ডেসিমল জায়গার উপর এই মন্দিরটি নির্মিত হয়েছে । মন্দিরটির উচ্চতা ৯০ ফুট ও চাওড়া ৩০ ফুট এবং মন্দিরটির গায়ে চারিদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো রয়েছে। মন্দিরের সামনে রয়েছে দুটি পাথরের বানানো সিংহের পূণাবয়ব মূর্তি । বিশিষ্ট মৃৎশিল্পী মধুসূদন জানা তিন বছর ধরে মন্দিরের গায়ে নকশার কাজ করেছিলেন বলে জানান। মহিষাদলের জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী , এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান মনিমালা প্রামানিক, মহিষাদলের বিশিষ্ট সমাজসেবী ছবি লাল মাইতি, স্বর্গীয় রাম মাইতি স্মৃতির উদ্দেশ্যে তার ছেলে শিক্ষক অঞ্জু মাইতিএই নবনির্মিত মন্দির নির্মাণ করার জন্য আর্থিক ভাবে সাহায্য করেছেন বলে জানান মন্দির নির্মাণ কমিটির সভাপতি সুবল চন্দ্র মান্না ও সেক্রেটারি বিমল মাইতি। প্রায় ২০০ জনের বেশি বিভিন্ন জায়গার দাতাগণ তাদের মা-বাবাদের স্মৃতির উদ্দেশ্যে আর্থিক সাহায্য করেছেন মন্দির নির্মাণ করার ক্ষেত্রে। মূল অনুষ্ঠান ফাল্গুন মাসের ২৭ তারিখে শীতলা মায়ের শয়াল অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে মন্দির প্রাঙ্গণে বলে জানান এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য চন্দন বেরা। আজ ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার নবনির্মিত মন্দিরটির গৃহপ্রবেশ অনুষ্ঠান সরকারি বাধা-নিষেধ নিয়ম মেনেই অনুষ্ঠিত হচ্ছে বলে জানান মন্দির কমিটির কোষাধ্যক্ষ চন্দন বেরা।
No comments