সঞ্জয় দলপতি স্মৃতি ১৬ টিমের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ক্ষুদিরাম নগর স্টেডিয়ামে সঞ্জয় দলপতি স্মৃতি মঞ্চে ব্যাডমিন্টন লাভার্স যুবকদের ব্যবস্থাপনায় সারা রাত্রি ব্যাপি ১৬ টিমের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উপস্থিত আছেন রাজ্য কাবাডি অ্…
সঞ্জয় দলপতি স্মৃতি ১৬ টিমের ব্যাডমিন্টন প্রতিযোগিতায়
ক্ষুদিরাম নগর স্টেডিয়ামে সঞ্জয় দলপতি স্মৃতি মঞ্চে ব্যাডমিন্টন লাভার্স যুবকদের ব্যবস্থাপনায় সারা রাত্রি ব্যাপি ১৬ টিমের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় উপস্থিত আছেন রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি, সিআইসি মেম্বার হলদিয়া পৌরসভা মাননীয় সেক আজগর আলী (পল্টু দা), উপস্থিত আছেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান মাননীয় সাধন চন্দ্র জানা মহাশয়,উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী , হলদিয়া পৌরসভার সি আই সি মেম্বার মাননীয় গোপাল চন্দ্র দাস মহাশয়, এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ.
No comments