কোলাঘাটের বাঁসদাতে শুরু হলো ঐতিহ্যবাহী প্রাচীনতম মেলা
মনে করা হয় কোলাঘাটের এই বাঁসদা গ্রামের এক মন্ডল বংশ রয়েছে। আনুমানিক প্রায় খ্রিস্টপূর্ব আগে বর্ধমানের মহারাজা রঘুনাথ মন্ডল তমলুকের এই গ্রামে আসেন এবং ওই মন্ডল বংশের প্রতিষ্…
কোলাঘাটের বাঁসদাতে শুরু হলো ঐতিহ্যবাহী প্রাচীনতম মেলা
মনে করা হয় কোলাঘাটের এই বাঁসদা গ্রামের এক মন্ডল বংশ রয়েছে। আনুমানিক প্রায় খ্রিস্টপূর্ব আগে বর্ধমানের মহারাজা রঘুনাথ মন্ডল তমলুকের এই গ্রামে আসেন এবং ওই মন্ডল বংশের প্রতিষ্ঠা করার পাশাপাশি এক মন্দির প্রতিষ্ঠা করেন তারপর সেই রাজার আমল থেকেই এই মেলা হয়ে আসেছে, এবং এই মন্দির কে ঘিরে কয়েকশো বিঘা জমি তিনি দান করে যান মেলা কে উদ্দেশ্য করে , ওই জমির মধ্যে এখনো সেই ঐতিহ্যবাহী মন্দির এবং তার পাশে বড়ো পুষ্করিণী রয়ে গেছে যা গ্রামবাসীর কাছে এখনো অজানা ইতিহাস রয়ে গিয়েছে তাদের গ্রাম্য ঐ মন্দির কে ঘিরে।
যদিও অতীতের রীতিনীতি মেনেই এই রথের পুজো হয়ে আসছে। তাই আজ ওই মন্দিরের রাধা কৃষ্ণ মূর্তিকে রথে বসিয়ে রথের দঁড়ি টেনে এই ঐতিহ্যবাহী মেলার শুভ সূচনা করেন মন্ডল বংশের সমস্ত সদস্যরা।
এই মেলা চলবে ১০ দিন , আর এই মেলা দেখতে ভিড় জমিয়েছে আশেপাশের বেশ কয়েকটি ব্লকের মানুষজন
No comments