সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত এক স্কুলছাত্রীকোভিড কে দূরে সরিয়ে রেখে সচল হচ্ছিল জনজীবন। খুলেছিল স্কুল কলেজ, এরই মাঝে শনিবার সকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনার শিকার এক স্কুলছাত্রী, স্কুল যাওয়ার সময় পিষ…
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত এক স্কুলছাত্রী
কোভিড কে দূরে সরিয়ে রেখে সচল হচ্ছিল জনজীবন। খুলেছিল স্কুল কলেজ, এরই মাঝে শনিবার সকালে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনার শিকার এক স্কুলছাত্রী, স্কুল যাওয়ার সময় পিষ্ট হয়ে যায় লরির চাকায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেপরোয়া গতিতে থাকা একটি লরি পিষে দেয় ওই স্কুল ছাত্রীকে, প্রায় 500 মিটার চাকার তলায় হিঁচড়ে নিয়ে যায় তাকে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ওই মৃত স্কুল ছাত্রীর নাম শায়ন্তনি বেরা, পূর্ব মেদিনীপুরের মহিষাদল নাটসাল ২ অঞ্চলের বাসিন্দা সায়ানী বের পিতা আশীত বের
গ্রাম+পোস্ট-রংগিবসান থানা -মহিষাদল।মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী। ঘটনাস্থলে উত্তেজিত জনতা WB 29 A 9292 নং ঘাতক লরিটিকে আটক করে এবং বিক্ষোভ দেখানো শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে মহিষাদল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই বাসিন্দাদের অভিযোগ ছিল সামনে গার্লস কলেজ, এবং ওই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার ছাত্র-ছাত্রী যাতায়াত করেন, এর সাথে সাথে বেপরোয়া গতিতে বাস এবং লরি চলাচল করে। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন
No comments