তৃনমুলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই পূর্ব মেদিনীপুরের এগরা শহরের দলীয় সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃনমূল কর্মীদেরপ্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর,তৃনমুলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই পূর্ব মেদিনীপুরের এগরা শহরের ১২, ৮ এবং ৬ নম…
তৃনমুলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই পূর্ব মেদিনীপুরের এগরা শহরের দলীয় সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃনমূল কর্মীদের
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর,তৃনমুলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই পূর্ব মেদিনীপুরের এগরা শহরের ১২, ৮ এবং ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী প্রত্যাহারের দাবিতে দলীয় সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃনমূল কর্মীদের
তৃনমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতেই ক্ষোভের সুর চড়তে শুরু করল তৃনমূলের অন্দরে। শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশের পর পূর্ব মেদিনীপুরের এগরায় দলীয় সভাপতি উত্তম দাসকে ঘিরে বিক্ষোভে সামিল হন এলাকার তৃনমূল কর্মীদের একাংশ। পাশাপাশি তাঁরা ক্ষোভ উগরেও দেন। পরোক্ষে দল ছাড়ারও হুমকি দেয় বিক্ষোভকারীরা।
এ দিন বিকেলে সারা রাজ্যের অন্যান্য পুরসভাগুলির পাশাপাশি এগরা পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করে তৃনমূল। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় এগরা পুরসভায় ১২ নম্বর ওয়ার্ডে উদয় শঙ্কর পাল, ৬ নম্বর ওয়ার্ডে সুব্রত পাত্র এবং ৮ নম্বর ওয়ার্ডে দেবদুর্লভ মাইতি তৃনমূলের টিকিট পেয়েছেন। বিষয়টি জানাজানি হতেই এ দিন রাতে এগরা শহরের দলীয় অফিসের সামনে দলের সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাল ও ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃনমূল কর্মীরা। এ দিনের বিক্ষোভে অংশ নেওয়া এলাকার তৃনমূল নেতৃত্বের একাংশ এদিন পরোক্ষে দল ছাড়ার হুমকিও দেয়। তবে অবশ্য তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির জেলা নেতৃত্ব অমলেশ পাহাড়ী বলেন, "তৃণমূল কংগ্রেস মানুষের সাথে নেই। যাঁরা তৃণমূলের পুরনো দিনের কর্মী তাঁদের এই দলে কোন সম্মান নেই। যাঁরা মানুষের সঙ্গে নেই সেই সমস্ত লোককে প্রার্থী করলে স্বাভাবিকভাবে ক্ষোভ-বিক্ষোভ হবেই। এটা তাঁদের অভ্যন্তরীণ বিষয়। এটা তো সবে শুরু। কাল থেকে আরও বেশি করে ক্ষোভ শুরু হবে। প্রতিটি ওয়ার্ডেই ক্ষোভ-বিক্ষোভ শুরু হবে। যারা তোলাবাজের সঙ্গে যুক্ত থাকতে পারবে এবং সেই তোলা তুলে একেবারেই সেন্ট্রাল পর্যন্ত পৌঁছে দিতে পারবে সেই সমস্ত মানুষকে প্রার্থী করতে হবে। সাধারণ মানুষ তো বুঝতে পেরেছে স্বাভাবিক ভাবেই এতো কঠিন পরিস্থিতি হবেই।"
No comments