হবু ডাক্তারদের আয়ুর্বেদের আদিপুরুষ চিকিৎসক মহর্ষি চরকের নামে শপথ নিতে বলল ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল‘চিকিৎসা করার নামে আমি কারও ক্ষতি করব না।’ পেশায় প্রবেশের আগে গ্রিক দার্শনিক হিপোক্রেটসের নামে এমনই ভাবনাঘেরা শপথ নেন চিকিৎসকরা…
হবু ডাক্তারদের আয়ুর্বেদের আদিপুরুষ চিকিৎসক মহর্ষি চরকের নামে শপথ নিতে বলল ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল
‘চিকিৎসা করার নামে আমি কারও ক্ষতি করব না।’ পেশায় প্রবেশের আগে গ্রিক দার্শনিক হিপোক্রেটসের নামে এমনই ভাবনাঘেরা শপথ নেন চিকিৎসকরা। বহু যুগ ধরে চলে আসা এই রেওয়াজে বদল এনে হবু ডাক্তারদের আয়ুর্বেদের আদিপুরুষ চিকিৎসক মহর্ষি চরকের নামে শপথ নিতে বলল ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (NMC)। এহেন প্রস্তাবে অনেকেই সংঘ পরিবারের চাপিয়ে দেওয়া গেরুয়া নীতির ছায়া দেখতে পাচ্ছেন। গৈরিকীকরণের অভিযোগ তুলে সরব হয়েছেন চিকিৎসকদের একটি বড় অংশ। তাঁদের দাবি, স্বদেশিয়ানার ধুয়ো তুলে দেশের চিকিৎসাবিজ্ঞানকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিতর্কে ইন্ধন জুগিয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) ‘হিন্দু হিত মানেই রাষ্ট্রীয় হিত’ মন্তব্য। বৃহস্পতিবার এনএমসি-র বৈঠকে শপথের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে হবু ডাক্তারদের সার্টিফিকেট নেওয়ার সময় ‘মহর্ষি চরক শপথ’ নিতে হবে।
No comments