Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া পৌরসভার একাধিক কাউন্সিলার নামে পড়লো লিফলেট। পাঁশকুড়া বাজার এলাকায় একাধিক লিফলেট পড়ে থাকতে দেখে সাধারন মানুষ

পাঁশকুড়া পৌরসভার    একাধিক কাউন্সিলার  নামে পড়লো লিফলেট। পাঁশকুড়া বাজার এলাকায় একাধিক লিফলেট পড়ে থাকতে দেখে সাধারন মানুষ
প্রদীপ কুমার মাইতি,পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রধান নন্দ কুমার মিশ্র,উপ-পৌরপ্রধান সুইদুল ইসলাম খান,ও কাউন্সিলর সে…

 


পাঁশকুড়া পৌরসভার    একাধিক কাউন্সিলার  নামে পড়লো লিফলেট। পাঁশকুড়া বাজার এলাকায় একাধিক লিফলেট পড়ে থাকতে দেখে সাধারন মানুষ


প্রদীপ কুমার মাইতি,পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রধান নন্দ কুমার মিশ্র,উপ-পৌরপ্রধান সুইদুল ইসলাম খান,ও কাউন্সিলর সেক সমিরুদ্দিনের নামে পড়লো লিফলেট। পাঁশকুড়া বাজার এলাকায় একাধিক লিফলেট পড়ে থাকতে দেখে সাধারন মানুষ।উল্লেখিত আছে, একটি INTTUC অফিসের পাশে জায়গা কয়েকজন পাঁশকুড়া এলাকার প্রথম সারির নেতা বিক্রি করে দিয়েছেন এই অভিযোগে নাগরিক কমিটির নামে পড়ে এই লিফলপট।তবে কোন নাম উল্লেখ নেই।রাতের অন্ধকারে কে বা কারা এই লিফলেট ফেলেছে।এই লিফলেটে  উল্লেখ করা আছে অসাধু উপায়ে  INTNUC জায়গা বিক্রি করেছেন ওই তিনজন।এবং জমি মাফিয়াদের কাজে যুক্ত হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে।প্রসঙ্গত পাঁশকুড়া বাজারের পাশে রয়েছে INTNUC অফিস তার পাশেই রয়েছে একটি ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গা বিক্রির করেছে ওই তিন নেতা।যদিও এই বিষয়ে পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খাঁন এই বিষয়টি সম্পর্ণ অস্বীকার করেছেন।তিনি বলেন এটি সরকারী জায়গা।এখানে বিক্রির কোন প্রশ্নই নেই।কেউ বা কারা উদ্দেশ্যপ্রনদিত ভাবে এসব করেছে।পাশাপাশি নিজেপি নেতা প্রতীক পাখিরা এই বিষয়ে জানান,এই লিপলেট তিনি দেখেছেন।তৃনমূলের নেতারা কাটমানি ছাড়া কিছু চেনে না।এসব তৃনমূল নেতারাই জড়িত।মানুষ ক্ষুব্ধ হয়েই হয়ত এই লিফলেট ফেলেছে বলে জানান প্রতীক বাবু।


No comments