Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দুর খাসতালুকে সিপিআরপিএফের হাতে প্রহৃত- সুপ্রকাশ

শুভেন্দুর খাসতালুকে সিপিআরপিএফের হাতে প্রহৃত- সুপ্রকাশ
 প্রদীপ কুমার মাইতি,পুরভোটকে ঘিরে ক্রমেই তপ্ত হয়ে উঠছে কাঁথি৷ শুক্রবার সন্ধ্যায় শুভেন্দুর খাসতালুকে সিপিআরপিএফের হাতে প্রহৃত হলেন অখিল গিরির ছেলে তথা পুরভোটের তৃণমূল প্রার্থ…

 



শুভেন্দুর খাসতালুকে সিপিআরপিএফের হাতে প্রহৃত- সুপ্রকাশ


 প্রদীপ কুমার মাইতি,পুরভোটকে ঘিরে ক্রমেই তপ্ত হয়ে উঠছে কাঁথি৷ শুক্রবার সন্ধ্যায় শুভেন্দুর খাসতালুকে সিপিআরপিএফের হাতে প্রহৃত হলেন অখিল গিরির ছেলে তথা পুরভোটের তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরি৷ মারের চোটে গুরুতর জখম সুপ্রকাশের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা৷

কাঁথি পুরসভা ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দুবারের কাউন্সিলর নির্মাল্য দাস। শুক্রবার সন্ধ্যায় বাড়ি বাড়ি প্রচার বেরিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথি সুপার মার্কেট এলাকায় স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে আসেন। নির্বাচন উপলক্ষে একটি অস্থায়ী ক‍্যাম্প ছিল তৃণমূল কংগ্রেসের। সেখানেই বসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন লোকজন নিয়ে এসে প্রচারে আসেন।


আচমকাই দু’পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ৷ অভিযোগ, এরপরই শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেসের অস্থায়ী ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দেয়। তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হলে প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্রকাশ গিরি। তখনই নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী সুপ্রকাশ গিরিকে বেধড়ক মারধর করে বলে দাবি তৃণমূলের। অভিযোগ, লাথি, কিল, চড়, ঘুসি সবই চলতে থাকে এক সঙ্গে৷ ঘটনায় সুপ্রকাশ সহ তৃণমূলের পাঁচ নেতা-কর্মী গুরুতর জখম হন৷


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি, কাঁথি দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা সহ তৃণমূল নেতৃত্বরা । কাঁথি রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভ চলছে কাঁথি থানার সামনেও৷


জখম সুপ্রকাশ বলেন, ” তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে দলীয় কর্মীরা বসেছিল। তখনই কোনও কারণ ছাড়া শুভেন্দুর সঙ্গে থাকা লোকেরা আমাদের ছেলেদের উত্যক্ত করছিল৷ তারপরই কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারধর শুরু করল৷ সিআরপিএফ আমাদের ক্যাম্প ভেঙে দিয়েছে। বাধা দিতে গেলে সিআরপিএফের এক জওয়ান আমার গলা টিপে ধরে৷’’ অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেতা, কর্মীরা৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে৷ রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, ” পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। কাঁথি পুরসভা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা বসে সিদ্ধান্ত নেব৷” পুলিশের কোনও দস্থ কর্তার অবশ্য প্রতিক্রিা মেলেনি৷

No comments