আইমা যুব ছাত্র শিক্ষক এবং মহিষাদল ব্লক আইমা ইউনিটের আহ্বানে স্মারকলিপি প্রদান
মহিষাদলে কাঞ্চনপুর আইমা যুব ছাত্র শিক্ষক এবং মহিষাদল ব্লক আইমা ইউনিটের আহ্বানে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি এব…
আইমা যুব ছাত্র শিক্ষক এবং মহিষাদল ব্লক আইমা ইউনিটের আহ্বানে স্মারকলিপি প্রদান
মহিষাদলে কাঞ্চনপুর আইমা যুব ছাত্র শিক্ষক এবং মহিষাদল ব্লক আইমা ইউনিটের আহ্বানে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি এবং পাড়ায় পাড়ায় পঠন পাঠন চরম খামখেয়ালি তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কর্মসূচি সেই সঙ্গে এস আই কে ৮টি দাবী সম্মিলিত স্বারকপত্র জমা দেওয়া হয়।যাতে বলা আছে শ্রেণিকক্ষে পঠন পাঠন করতে হবে। এই বিক্ষোভ কর্মসূচি তে বেশ কয়েকটি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যোগদান করেন তার সঙ্গে কয়েকটি স্কুলের শিক্ষক মন্ডলী অংশ নেয়।বিক্ষোভ কর্মসূচি হাজির ছিলেন কাঞ্চনপুর আইমা যুব ইউনিটের প্রতিবন্ধি শিক্ষক সানোয়ার বাবু ব্লক সভাপতি শ্রীমন্ত দাসাধিকারী সম্পাদক আব্দুল মজিদ শিক্ষক ইয়াদুল বাবু এবং অবজারভার শিক্ষক সামসের বাবু সহ প্রমূখ।
No comments