Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মায়াচর এর বাসিন্দা দীপক কুমার সানা তার সবজি বাগানে দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল

মায়াচর এর বাসিন্দা দীপক কুমার সানা তার সবজি বাগানে দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল কৃষকরত্ন পুরস্কারপ্রাপ্ত মহিষাদল ব্লকের মায়াচর এর বাসিন্দা দীপক কুমার সানা  নিজের সবজি বাগানে ইং 25 জানুয়ারি মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্ম…

 




 মায়াচর এর বাসিন্দা দীপক কুমার সানা তার সবজি বাগানে দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল 

কৃষকরত্ন পুরস্কারপ্রাপ্ত মহিষাদল ব্লকের মায়াচর এর বাসিন্দা দীপক কুমার সানা  নিজের সবজি বাগানে ইং 25 জানুয়ারি মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 48বছর । তার মৃত্যুর সংবাদ শুনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । মহিষাদল ব্লকের তৎকালীন ব্লক  কৃষি আধিকারিক মৃণালকান্তি বেরা - র সময়কালীন দীপক কুমার সানা কে কৃষকরত্ন পুরস্কার  দেওয়া হয়েছিল। প্রয়াত দীপক সানা মূলত অত্যাধুনিক  পদ্ধতিতে জৈব সার এর মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি চাষ বাস করতেন। তিনি মহিষাদল ব্লকের ফার্মার পডিওসার কোম্পানির (F.P.C ) সেক্রেটারি ছিলেন । ব্লকের মধ্যে সবজি চাষি হিসাবে তিনি খুবই প্রশংসনীয় ছিলেন। গতবছর আম্ফান  ঝড়ে তার সবজি বাগানের প্রচুর মূল্যবান সবজি নষ্ট হয়ে যায়। সরকারিভাবে সবজি বাগানের প্রজেক্ট টি ছিল । সবজি বাগানের ক্ষতিপূরণ বাবদ সরকারের দেওয়া তিন লক্ষ টাকা অনুদান কয়েকদিন আগে তার ব্যাংক একাউন্টে ঢুকে। মায়াচর এলাকার বাসিন্দা শংকর মাইতি জানিয়েছেন সবজি বাগানের স্ট্রাকচারে  গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দীপক কুমার সানা।

No comments