শুরু হল জেলা রেফারি এ্যসোসিয়েশান ৪০ বছর পূর্তি উৎসব'
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন-ডক্টর লক্ষণ যন্ত্র শেঠ প্রধান অতিথি প্রাক্তন সাংসদ এবং চেয়ারম্যান আই কেয়ার, সুধাংশু শেখর মন্ডল (চেয়ারম্যান )হলদিয়া মিউনিসিপ্যালিটি, শা…
শুরু হল জেলা রেফারি এ্যসোসিয়েশান ৪০ বছর পূর্তি উৎসব'
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত
আছেন-ডক্টর লক্ষণ যন্ত্র শেঠ প্রধান অতিথি প্রাক্তন সাংসদ এবং চেয়ারম্যান আই কেয়ার,
সুধাংশু শেখর মন্ডল (চেয়ারম্যান )হলদিয়া মিউনিসিপ্যালিটি, শান্তি আইচ মল্লিক, (অর্জুন অ্যাওয়ার্ড)শেখ আজগর আলী (পল্টূ) সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য কাবাডি এসোসিয়েশন, ডক্টর তপন কুমার পানিগ্রাহী (দ্রোণাচার্য্য অ্যাওয়ার্ড),
অনামিকা সেন এক্স ফিফা রেফারিজ,এছাড়া উপস্থিত আছেন আশিষ লাহিড়ী, সম্পাদক আই কেয়ার হলদিয়া, দোলা মুখার্জি কোচ বেঙ্গল মহিলা ফুটবল টুর্নামেন্ট, দ্বীপ নারায়ণ জানা এক্স হেডমাস্টার শিক্ষা রত্ন , ত্রিদিব হাজরা সম্পাদক পূর্ব মেদিনীপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন, বিপ্লব চক্রবর্তী সম্পাদক ( ডিএস এ) পূর্ব মেদিনীপুর জেলা , শেখ মজাফফর প্রাক্তন কাউন্সিলর হলদিয়া পৌরসভা, গোপাল চন্দ্র দাস,অশোক পট্টনায়ক প্রাক্তন কাউন্সিলার, অশোক পট্রনায়ক বিশিষ্ট সমাজসেবী, । রেফারি অ্যাসোসিয়েশন সম্পাদক অসিত বরণ জানা এবং সভাপতি শঙ্করীপ্রসাদ প্রামানিক।
No comments