Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প শহর হলদিয়া মুকুটে শিক্ষা প্রসারে নতুন পালক

শিল্প শহর হলদিয়া মুকুটে শিক্ষা প্রসারে নতুন পালক  

ICARE এর চেয়ারম্যান ডাঃ লক্ষণ চন্দ্র শেঠের শিক্ষা প্রসারে
নবতম সংযোজন :- মঙ্গলবার শিল্পশহরে কোম্পানি সেক্রেটারিশিপ কোর্স চালুর জন্য ভারত সরকারের সংস্থা ইন্সটিটিউট অব কোম্পানি …

 



শিল্প শহর হলদিয়া মুকুটে শিক্ষা প্রসারে নতুন পালক  



ICARE এর চেয়ারম্যান ডাঃ লক্ষণ চন্দ্র শেঠের শিক্ষা প্রসারে


নবতম সংযোজন :- 

মঙ্গলবার শিল্পশহরে কোম্পানি সেক্রেটারিশিপ কোর্স চালুর জন্য ভারত সরকারের সংস্থা ইন্সটিটিউট অব কোম্পানি সেক্রেটারিজ অব ইন্ডিয়ার(আইসিএসআই) সঙ্গে মৌচুক্তি হল হলদিয়া ল’কলেজের। কলকাতার বাইরে আসানসোল, শিলিগুড়ির পর দক্ষিণবঙ্গের কোনও শিল্পাঞ্চলে এই কোর্স চালু করছে আইসিএসআই।


সংস্থার কলকাতা শাখার অ্যাসিসটেন্ট ডিরেক্টর তমাল কর জানান, শিল্পাঞ্চলের কর্পোরেট প্রয়োজনীয়তার দিকে তাকিয়েই হলদিয়ায় কোম্পানি সেক্রেটারিশিপ কোর্স চালু হল ল’কলেজ স্টাডি সেন্টারে। এন্ট্রান্স টেস্টের মাধ্যমে এই কোর্সে ভর্তি হওয়া যাবে। এগজিকিউটিভ এবং প্রফেশনাল দুটি গ্রুপে পাশ করলে ডিগ্রি করায়ত্ত হবে। আইসিএসআই থেকে যে লাইসেন্স মিলবে তা সারাজীবন কর্মক্ষেত্রে কাজে লাগবে। কেন্দ্র সরকার ৫কোটি টাকা টার্নওভার রয়েছে এমন প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারি নিয়োগ বাধ্যতামূলক করায় কাজে ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। আইন ও ম্যানেজমেন্টের পড়ুয়াদের কাছে কর্পোরেট ক্ষেত্রে চাকরি পাওয়ার সুবিধে হবে। মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য লক্ষ্মণ শেঠ, স্টাডি সেন্টারের ডিরেক্টর অমল দত্ত এবং ICSI এর কলিকাতা শাখার Asstt.Director,  Mr. Tamal Kar এর সাথে মৌ সাক্ষর করলেন । 


No comments