এগরা দীঘা মোড়ের ১৯৭৯সালে ৩১শে জানুয়ারী মরিচঝাঁপিতে তৎকালীন CPI(M) পরিচালিত বামফ্রন্ট সরকারের দ্ধারা সর্ববৃহৎ তফসিলি গণহত্যার' প্রতিবাদে ও শহীদদের শ্রদ্ধা জানালেন- বিজেপি
পূর্ব মেদিনীপুর জেলা এগরা দীঘা মোড়ের কাছে ১৯৭৯সালে ৩১…
এগরা দীঘা মোড়ের ১৯৭৯সালে ৩১শে জানুয়ারী মরিচঝাঁপিতে তৎকালীন CPI(M) পরিচালিত বামফ্রন্ট সরকারের দ্ধারা সর্ববৃহৎ তফসিলি গণহত্যার' প্রতিবাদে ও শহীদদের শ্রদ্ধা জানালেন- বিজেপি
পূর্ব মেদিনীপুর জেলা এগরা দীঘা মোড়ের কাছে ১৯৭৯সালে ৩১শে জানুয়ারী মরিচঝাঁপিতে তৎকালীন CPI(M) পরিচালিত বামফ্রন্ট সরকারের দ্ধারা সর্ববৃহৎ তফসিলি গণহত্যার' প্রতিবাদে ও শহীদদের শ্রদ্ধা জানাতে বিজেপি তপশিলি মোর্চার ডাকে মরিচঝাঁপির শহীদ বেদীতে মাল্যদান করে কাঁথি সাংগঠনিক জেলার SC মোর্চার সভাপতি প্রদীপ কুমার বর, জেলা সাধারণ সম্পাদিকা মমতা মাইতি, জেলা সহ সভানেত্রী মৌমিতা দাস ও মোহনলাল শী, জেলা সম্পাদক তন্ময় হাজরা, জেলার যুব সভাপতি তথা খেজুরির বিধায়ক শান্তনু প্রমানিক ও অন্যান্য বিজেপির কার্যকর্তাগন। জাতীয় সংগীত ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন সকলে।
No comments