কন্টাই লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষাকাঁথি পৌরসভা স্বাস্থ্য দপ্তর আয়োজিত ব্লাড প্রেসার ,ব্লাড সুগার, মুখের ক্যানসার,চোখের চেকআপ এবং কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প সোমবার আয়োজিত হল কাঁথি কিশোর নগর সময় এবং সংবাদ সংবাদমাধ্…
কন্টাই লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা
কাঁথি পৌরসভা স্বাস্থ্য দপ্তর আয়োজিত ব্লাড প্রেসার ,ব্লাড সুগার, মুখের ক্যানসার,চোখের চেকআপ এবং কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্প সোমবার আয়োজিত হল কাঁথি কিশোর নগর সময় এবং সংবাদ সংবাদমাধ্যম দপ্তর প্রাঙ্গণে। এই কর্মসূচীতে সহায়তা করে লায়ন্স ক্লাব অফ কন্টাই ।
উপস্থিত ছিলেন পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারী ,স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সুপ্রকাশ গিরি, শিল্পপতি মমরেজ আলী, নয়াপুট হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই,কাঁথি লায়ন্স ক্লাবের সম্পাদক তরুণ মহাপাত্র, সময় এবং সংবাদের সম্পাদক অনিন্দ্য জানা,রিতা ভূঁইয়া রায় প্রমুখ।
এদিনের শিবিরে আসা মানুষদের কোভিডের প্রিকোশান ডোজ প্রদানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করা হয় ।বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন
পৌরসভার হেলথ অফিসার ডক্টর অনুতোষ পট্টনায়ক , সার্জেন ডক্টর জি কে ঘোষ
, দন্ত চিকিৎসক ডক্টর কৃষ্ণেন্দু বেরা এবং
ভোলানাথ আই হাসপাতালের চিকিৎসকরা।
শিবির পরিচালনা করেন হেলথ কো-অর্ডিনেটর এবং লায়ন্সক্লাব অব কন্টাইএর সভাপতি লায়ন সুস্মিত মিশ্র।
No comments