Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত হলেন বনমালীচট্টা হাইস্কুলের ঋষিতুল্য প্রাক্তন সহকারী শিক্ষক সুরেন্দ্র নাথ দাস

প্রয়াত হলেন বনমালীচট্টা হাইস্কুলের ঋষিতুল্য প্রাক্তন সহকারী শিক্ষক সুরেন্দ্র নাথ দাসপূর্ব মেদিনীপুর জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনমালীচট্টা হাইস্কুলের ঋষিতুল্য প্রাক্তন সহকারী শিক্ষক সুরেন্দ্র নাথ দাস(৭৯) অাজ সকাল ৯-৪৫ মিঃ…

 


প্রয়াত হলেন বনমালীচট্টা হাইস্কুলের ঋষিতুল্য প্রাক্তন সহকারী শিক্ষক সুরেন্দ্র নাথ দাস

পূর্ব মেদিনীপুর জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনমালীচট্টা হাইস্কুলের ঋষিতুল্য প্রাক্তন সহকারী শিক্ষক সুরেন্দ্র নাথ দাস(৭৯) অাজ সকাল ৯-৪৫ মিঃ সময়ে বার্ধক্যজনিত রোগভোগের পর চন্ডীপুরের একটি বেসরকারী নার্সিং হোমে শেষ নিঃশ্বাস তয়াগ করেন।তিনি দীর্ঘ ৩৭ বছর ধরে সুনামের সাথে শিক্ষকতা করার পরে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক পীতাম্বর দাসের গগনচুম্বী সাফল্যের অন্যতম সহযোগী শিক্ষক হিসাবে নিজের কৃতিত্বের নজির রাখেন।তিনি রামকৃষ্ণ ও মা সারদার শিষ্য হিসেবে অকৃতদার ছিলেন এবং ওড়িশা র রাজঘাটের কাছে শেখসরাই তে বিশাল অাশ্রম গড়ে তোলেন। এগরা-২ ব্লকের শিলামপুর গ্রামে অাদি বাড়ী হলেও প্রয়াত সুরেন্দ্র নাথ দাস সারাজীবন শেখসরাইয়ের অাশ্রমে কাটিয়েছেন। তাঁর জীবনের সব অায়,সঞ্চয় ও সম্পদ অাশ্রম গড়ে তোলার কাজে ব্যয় করেছেন। তাঁর মরদেহ চন্ডীপুর থেকে স্কুলে অানা হয়। প্রয়াত শিক্ষকের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমনীকান্ত পাত্র, প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক অশোক সুর, প্রাক্তন ছাত্র তথা রাজ্য স্বাস্থ্য দপ্তরের উপ-অধিকর্তা ডাঃ নিতাই মন্ডল,প্রাক্তন পরিবহন অধিকর্তা অরূপ সত্য মাইতি,মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন উপসচিব শুভাশিস করণ,হাইকোর্টের অাইনজীবি বিমলেন্দু দাস,ডাঃ বিধান চন্দ্র ভূঞ্যা,প্রাক্তন সম্পাদক শুকদেব জানা, অানন্দময় দাস,প্রাক্তন শিক্ষক দীপক মাইতি,শিক্ষক ডঃ দেবব্রত মাইতি,শ্রীকৃষ্ণ ভূঞ্যা,নিত্যানন্দ মুন্ডা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।সংক্ষিপ্ত স্মৃতিচারণায় প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন সহ বর্তমান শিক্ষক, প্রাক্তন ছাত্র,জনপ্রতিনিধি বৃন্দ তাঁর ঋষিতুল্য ব্যক্তিত্ব,ছাত্র দরদী মানসিকতা,বিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা, শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা ও প্রগাঢ় জ্ঞান ভান্ডার নতুন প্রজন্মের কাছে অলোকবর্তিকা হয়ে থাকবে।পরে তাঁর নস্বর দেহ ওড়িশা র শেখসরাইয়ের অাশ্রমে পঞ্চভূতে বিলীন করে দেওয়া হয়।

No comments