পূর্ব মেদিনীপুর জেলার বিড়ি শ্রমিকদের একটা বড় অংশ দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী নূন্যতম মজুরি পাওয়া থেকে বঞ্চিত কাঁথি ও এগরা মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলার বিড়ি শ্রমিকদের একটা বড় অংশ দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী নূন্যতম মজুরি পাওয়া থ…
পূর্ব মেদিনীপুর জেলার বিড়ি শ্রমিকদের একটা বড় অংশ দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী নূন্যতম মজুরি পাওয়া থেকে বঞ্চিত
কাঁথি ও এগরা মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলার বিড়ি শ্রমিকদের একটা বড় অংশ দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী নূন্যতম মজুরি পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। গত সেপ্টেম্বরে রাজ্য স্তরে বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়।তাতে রাজ্যের প্রায় ২০ লক্ষ বিড়ি শ্রমিকদের নূন্যতম মজুরি প্রতি ১ হাজার বিড়ি বাঁধার জন্য ১৭৮ টাকা স্হির হয়।কিন্তু কাঁথি ও এগরা মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি জায়গায় মালিকদের একাংশ এই চুক্তি কার্যকর করছেন না।কাঁথি ও এগরা মহকুমায় প্রতি হাজার বিড়ি বাঁধার জন্য শ্রমিকদের বিভিন্ন মালিকরা ১২০/১৩০/১৪০ টাকা মর্জিমাফিক দিচ্ছেন। একই মালিক বিভিন্ন এলাকায় বিভিন্ন হারে বিড়ি বাঁধার মজুরী দিয়ে চলেছেন।এবিষয়ে মালিক ও এজেন্ট রা পরষ্পরের দিকে অাঙুল তুলে নিজেদের দায় ঝেড়ে ফেলতে চাইছেন। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের শ্রমদফতরের মন্ত্রী বেচারাম মান্নাকে পত্র লিখে অবিলম্বে বিড়ি শ্রমিকদের মালিক ও শ্রমিক সংগঠন সমূহের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রতি হাজার বিড়ি বাঁধার জন্য নূন্যতম ১৭৮ টাকা মজুরি সুনিশ্চিত করার লক্ষে প্রশাসনিক ব্যবস্হা গ্রহণের অাবেদন জানিয়েছেন। সেই সাথে কাঁথি শ্রমদফতরের সহকারী লেবার কমিশনার কে সদর্থক ভূমিকা পালনের অাহ্বান জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
No comments