মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে এলাকার অসহায় মানুষের পাশে হলদিয়া লায়ন্স ক্লাব
গঙ্গাসাগরের উদ্দেশ্যে পুণ্যার্থীরা কোভিদ বিধি মেনে চলছেন কুকড়াহাটি জেটি ঘাট দিয়ে। কুকড়াহাটি জেটি ঘাটে গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য অস্থায়ী সহায়তা ক…
মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে এলাকার অসহায় মানুষের পাশে হলদিয়া লায়ন্স ক্লাব
গঙ্গাসাগরের উদ্দেশ্যে পুণ্যার্থীরা কোভিদ বিধি মেনে চলছেন কুকড়াহাটি জেটি ঘাট দিয়ে। কুকড়াহাটি জেটি ঘাটে গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য অস্থায়ী সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পুণ্যার্থীদের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব দুর্গাচক । জেটিঘাট থেকে যাতায়াতের পুণ্যার্থীদের হাতে স্যানিটাইজার ও মাক্স বিতরণ করা চলছে। পূণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি জলের বোতল বিস্কিট শুকনো কিছু খাবার। তার সাথে কম্বল তুলে দেওয়া হচ্ছে ।আজ মকর সংক্রান্তি স্বামী বিবেকানন্দ এর জন্ম দিন ও মেলভিন জোন্স এর জন্ম দিন উপলক্ষে হলদিয়া দূর্গা চক লায়ন্স ক্লাবের নিজস্ব ভবনে পঞ্চাশ জন দুস্ত মানুষের হাতে কম্বল মিষ্টি জল বিস্কুট দিয়ে পূর্ণ তিথিতে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ইন্টার্নেশনাল লায়ন্স ক্লাব দুর্গাচক শাখা উদয়ন সাহু ও শেখ মজাফফর।
No comments