Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোভিড বিধি মেনেই একদিনের দিনরাত ফুটবল প্রতিযোগিতা

কোভিড বিধি মেনেই একদিনের দিনরাত ফুটবল প্রতিযোগিতা
  প্রদীপ কুমার মাইতি, তমলুক,কোভিড বিধি মেনেই একদিনের দিনরাত ফুটবল প্রতিযোগিতা হয়। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। রামনগর-২ ব্লকের দেপাল …

 


কোভিড বিধি মেনেই একদিনের দিনরাত ফুটবল প্রতিযোগিতা


  প্রদীপ কুমার মাইতি, তমলুক,কোভিড বিধি মেনেই একদিনের দিনরাত ফুটবল প্রতিযোগিতা হয়। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। রামনগর-২ ব্লকের দেপাল স্পোর্টস একাডেমির উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেপাল হাইস্কুল মাঠে খেলা হয়। মাঠে ভীড় ছিল ভালই। এ দিন আয়োজিত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, "মাঠে দর্শকদের মুখে মাস্ক পরে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই খেলা দেখতে বলেছি। আজ থেকে আংশিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী খেলা ও উৎসব বন্ধ করতে বলেনি। কিছু বিধি নিষেধ আরোপ করেছে।  ক্রীড়া প্রেমি বন্ধু ও দর্শকদের দূরত্ব বজায় রাখবার অনুরোধ করেছি। একদিনের জন্য খেলা আয়োজন করে আমরা আজকে রাতের মধ্যেই শেষ করবো।" দেপাল গ্রাম পঞ্চায়েত প্রধান অনুপ কুমার মাইতি জানিয়েছেন, আমরা সবাইকে মাস্ক দিয়েছি। স্যানিটাইজেশন করা হয়েছে। তবে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার বিকাশ ঘটে। তাই এলাকার যুবকদের উৎসাহিত করার জন্য ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে নগদ যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা- সহ ট্রফি তুলে দেওয়া হবে। উপস্থিত ছিলেন রামনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মোনালিশা সাঁতরা ঘোড়াই, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই চরণ সার, জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি প্রমুখ।

No comments