Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের জন‍্য হলদিয়া থেকে দিল্লির উদ্দেশ‍্যে রওনা দিল পাপ্পু

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের জন‍্য হলদিয়া থেকে দিল্লির উদ্দেশ‍্যে রওনা দিল পাপ্পু চলতি বছরের দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়েছে প্রত্যন্ত গ্রামের ছেলে পাপ্পু। পূর্ব মেদিনীপুর জেলার…

 


দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের জন‍্য হলদিয়া থেকে দিল্লির উদ্দেশ‍্যে রওনা দিল পাপ্পু

 চলতি বছরের দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ পেয়েছে প্রত্যন্ত গ্রামের ছেলে পাপ্পু। পূর্ব মেদিনীপুর জেলার গ্রামের ছেলে এবারে দিল্লি রাজধানী 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে হাঁটবেন। পূর্ব মেদিনীপুর সংগ্রামের স্বাধীনতা আন্দোলনের সারা ভারতবর্ষের মধ্যে পূর্ব মেদিনীপুর তার অন্যতম এবারের দিল্লির রাস্তায় জাতীয় পতাকা নিয়ে হাঁটবেন প্রত্যন্ত গ্রামের ছেলে রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের ছাত্র পাপ্পু ভাই। আজ নয়া দিল্লির উদ্দেশ্যে রওনা দিল হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ‍্যালয়ের এন.এস.এস ইউনিটের ছাত্র পাপ্পু । উল্লেখ্য এবছর পশ্চিমবঙ্গ থেকে তিন জন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ছ'জন প‍্যারেডে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সকলেই গতবছর অক্টোবর মাসে আসামে প্রি-রিপাবলিক ডে প‍্যারেড ক‍্যাম্পে নিজেদের যোগ্যতার নিরিখে এরাজ‍্যের মোট ৬ জন এন.এস.এস ভলেন্টিয়ার্স দিল্লিতে প্রজাতন্ত্র  দিবসের প‍্যারেডে সুযোগ পেয়েছে।পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের বাড়-উত্তরহিংলি গ্ৰামের কলেজ পড়ুয়া পাপ্পু দ্বিতীয় বর্ষের ছাত্র।দেড় বছর ধরে এন.এস.এস ইউনিটের সঙ্গে যুক্ত।তার এই প্রাপ্তি কলেজের কাছে গর্বের বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার এন এস এস ইউনিটের নোডাল অফিসার প্রণব কুমার জানা।

No comments