Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এটাই বিশ্বের দীর্ঘতম নাম, জন্মের সার্টিফিকেট ২ ফুট ল’ম্বা, না’মে আছে ১ হাজারের বে’শি অক্ষর

এটাই বিশ্বের দীর্ঘতম নাম, জন্মের সার্টিফিকেট ২ ফুট ল’ম্বা, না’মে আছে ১ হাজারের বে’শি অক্ষর
নামে কি এসে যায়? প্রশ্ন করেছিলেন ইংরেজি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। তবে সেই নাম যদি হয় পৃথিবীর দীর্ঘতম নাম তাহলে অবশ্যই এসে যায় বৈকি!…

 




এটাই বিশ্বের দীর্ঘতম নাম, জন্মের সার্টিফিকেট ২ ফুট ল’ম্বা, না’মে আছে ১ হাজারের বে’শি অক্ষর


নামে কি এসে যায়? প্রশ্ন করেছিলেন ইংরেজি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। তবে সেই নাম যদি হয় পৃথিবীর দীর্ঘতম নাম তাহলে অবশ্যই এসে যায় বৈকি! প্রত্যেকের জীবনের সর্বপ্রথম পরিচয় তার নাম। অভিভাবকরা তাদের সন্তানের নাম নির্ধারণ করেন। কিছু কিছু ক্ষেত্রে নাম হয় বড়ই অদ্ভুত। তবে আমেরিকার টেক্সাস প্রদেশের অভিভাবক তাদের সন্তানের যে নাম দিলেন তা কার্যত গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পেয়েছে।

1984 সালে জন্ম হয় এক শিশু কন্যার। তার বাবা-মা ঠিক করেছিলেন মেয়ের এমন একটি অপ্রচলিত নাম রাখবেন যা পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম নাম হিসেবে রেকর্ড হয়ে থাকবে। সেইমতো মেয়ের নাম তারা রেখেছিলেন রোশান্ডিয়াটেলিনেশিয়াউন্নেভেশেঙ্ক কোয়ানিস্কোয়াটসিউথ উইলিয়ামস। এমন একটি উদ্ভট নাম সাধারণের কাছে অদ্ভুত মনে হওয়াটাই স্বাভাবিক। তবে মেয়ের এই নামটিও মা-বাবার পছন্দ হয়নি। তাই ঠিক তিন সপ্তাহ বাদেই তারা মেয়ের নতুন নামকরণ করেন।

এরপরে ওই দম্পতি তাদের মেয়ের নতুন যে নামটি রাখেন সেটিতে ইংরেজি ভাষাতে 1,019টি অক্ষর রয়েছে। 36 অক্ষরবিশিষ্ট মিডিল নেম যোগ করা হয়েছে এই নামের সঙ্গে। যার ফলে নামটি এতটাই বড় হয়ে যায় যে জন্মের শংসাপত্রের দৈর্ঘ্য হয়েছে দুই ফুট। এটাই বিশ্বের সবথেকে বড় নামধারী মেয়েটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

এবার চলুন জেনে নেওয়া যাক তার আসল নাম। দেখুনতো উচ্চারণ করতে পারেন কিনা, Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnaerenquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive’onchellecaundenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenvaunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzadawnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaundrieaquenttaekatilyaevea’shauwneoraliaevaekizzieshiyjuanewandalecciannereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriettaescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemerciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquaniaenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavernellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionnemiariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentescacraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtawndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadaurilessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoajohnyaetheodoradilcyana। যদিও সাধারণে তাকে জেমি নামেই চেনে। সে নিজেও নিজের নাম মনে রাখতে পারত না। টেপে নিজের নাম রেকর্ড করে বারবার শুনে শুনে মুখস্ত করতে হয়েছে।

No comments