প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলায় নন্দকুমার থানার অন্তর্গত নরঘাট স্পোর্টস আ্যন্ড স্যোসাল সার্ভিস এর পরিচালনায় ১৬টি দলের মধ্যে এক দিনের "আমল স্মৃতি কাপ" ফুটবল টুর্নামেন্ট হয়ে গেলনন্দকুমার থানার অন্তর্গত …
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলায় নন্দকুমার থানার অন্তর্গত নরঘাট স্পোর্টস আ্যন্ড স্যোসাল সার্ভিস এর পরিচালনায় ১৬টি দলের মধ্যে এক দিনের "আমল স্মৃতি কাপ" ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল
নন্দকুমার থানার অন্তর্গত নরঘাট স্পোর্টস আ্যন্ড স্যোসাল সার্ভিস এর পরিচালনায় ১৬টি দলের মধ্যে এক দিনের "আমল স্মৃতি কাপ" ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা ভলিবল ও আর্চারি এ্যসোসিয়েশান এর সম্পাদক মাননীয় ত্রিদিব হাজরা,প:ব: সরকারের শিক্ষা রত্ন সম্মানে ভূষিত মাননীয় দীপনারায়ন জানা প্রমুখ বিশিষ্ট অতিথিবৃন্দ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হলদিয়ার মামনি গ্ৰুপ এবং রানার্স হয়েছে নরঘাট শতদল ক্লাব। চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি ও নগদ ৭০,০০০/টাকা এবং রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি সহ নগদ ৫০,০০০/টাকা। এছাড়া সেমিফাইনালে পরাজিত দুটি দলকে দেওয়া হয় সুদৃশ্য ট্রফি সহ নগদ ১০,০০০/টাকা। টুর্নামেন্ট টি পরিচালনা করেন পূর্ব মেদিনীপুর জেলা রেফারি এ্যসোসিয়েশান।
No comments