Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম দিবস উদযাপনের সূচনা করলেন মন্ত্রী অখিল গিরি ও বিধায়ক তিলক কুমার চক্রবর্তী

স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম দিবস উদযাপনের সূচনা করলেন মন্ত্রী অখিল গিরি ও বিধায়ক তিলক কুমার চক্রবর্তী 
               বর্তমানে অস্থির পরিস্থিতির চরম পর্যায়ে, প্রাকৃতিক বিপর্যয়, করোনার মতো বিশ্ব মহামারী, বেকার যুবকরা যখন হত…

 




 স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম দিবস উদযাপনের সূচনা করলেন মন্ত্রী অখিল গিরি ও বিধায়ক তিলক কুমার চক্রবর্তী 


               বর্তমানে অস্থির পরিস্থিতির চরম পর্যায়ে, প্রাকৃতিক বিপর্যয়, করোনার মতো বিশ্ব মহামারী, বেকার যুবকরা যখন হতাশার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে, মানুষ যখন পথ ভ্রষ্ট হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে, তখন বেঁচে থাকার একমাত্র রসদ স্বামী বিবেকানন্দ , যার ধ্যান - জ্ঞান ছিল সমাজকে সুন্দরভাবে পরিচালনা করা এবং ভারতবর্ষকে নতুন ভারতবর্ষের লক্ষ্যে পৌঁছে দেওয়া।


তারই প্রয়াসে "অমৃত বেড়িয়া পল্লী উন্নয়ন সংঘ "এই মহামানব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ - এর ১৬০তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। এদিন মন্ত্রী ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস, কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী গৌরাঙ্গ কুইলা, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ  কর্মাদক্ষ শেখ রহমান ও অমৃত বেড়িয়া তিলোত্তমা সাবিত্রী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিগণ। স্বামী বিবেকানন্দের জন্মদিনে এলাকার দুস্থ অসহায় গরীব মানুষদের হাতে শীতের চাদর এবং দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেন মন্ত্রী অখিল গিরির এবং এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ও পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সরকারের স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনে অনুষ্ঠিত হয় । বলে জানান অনুষ্ঠানের সভাপতি গোবিন্দচন্দ্র সাহু।

No comments