বৈদ্যুতিক শবদাহ চুল্লী নির্মাণের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি
রাজ্য সরকারকে অর্থানুকূল্যে পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার উদ্যোগে সর্বপ্রথম ও জেলার দ্বিতীয় বৈদ্যুতিক শবদাহ চুল্লী নির্মাণে…
বৈদ্যুতিক শবদাহ চুল্লী নির্মাণের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি
রাজ্য সরকারকে অর্থানুকূল্যে পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার উদ্যোগে সর্বপ্রথম ও জেলার দ্বিতীয় বৈদ্যুতিক শবদাহ চুল্লী নির্মাণের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। এ দিন কাঁথি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের আঠিলাগড়িতে বৈদ্যুতিক শবদাহ চুল্লী নির্মাণ করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি মেনেই এ দিন ২ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে বৈদ্যুতিক শবদাহ চুল্লী নির্মাণের ভিত্তিপ্রস্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রশাসক হরিসাধন দাস অধিকারী, উপ-পুরপ্রশাসক দেবাশিষ পাহাড়ি, প্রাক্তন পুর প্রশাসক সিদ্ধার্থ মাইতি, কাউন্সিলর সুবল মান্না, কো-অর্ডিনেটর ও প্রাক্তন কাউন্সিলর আলেম আলি খান, সুরজিৎ নায়ক ও বিশ্বজিৎ মাইতি প্রমুখ।
No comments