ময়না থানার এসআই আমিনুল ইসলামের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে একাধিক আর্থিক প্রতারণা, অভিযোগ দায়ের এসআই এর
প্রদীপ কুমার মাইতি, ময়না,আর্থিক প্রতারণার শিকার নন্দকুমারের এক ব্যবসায়ীও। সূত্রের খবর, ময়না থানার…
ময়না থানার এসআই আমিনুল ইসলামের ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে একাধিক আর্থিক প্রতারণা, অভিযোগ দায়ের এসআই এর
প্রদীপ কুমার মাইতি, ময়না,আর্থিক প্রতারণার শিকার নন্দকুমারের এক ব্যবসায়ীও। সূত্রের খবর, ময়না থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলামের ছবি ব্যবহার করে ঐ প্রতারকের ফেক অ্যাকাউন্ট থেকে একাধিক পরিচিত লোকের কাছে মেসেজ আসে। সেই মেসেজে মোবাইল নম্বর চাওয়া হয়। সেই প্রতারণার ফাঁদে পা দেয় নন্দকুমারের এক ব্যবসায়ী, আর এই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় 90 হাজার টাকা খুইয়ে ফেলেন ওই ব্যবসায়ী। বিষয়টি আমিনুল ইসলামের নজরে আসার পর তিনি তার সোশ্যাল মিডিয়াতে ফেক একাউন্ট সম্পর্কে মানুষদের অবগত করেন। এছাড়াও তিনি ময়না থানায় ফেক একাউন্ট এর বিষয়ে অভিযোগ দায়ের করেন।
এছাড়াও একাধিক ব্যক্তির কাছে আমিনুল ইসলাম এর বন্ধু পরিচয় দেওয়া হয়। বলে হয় তিনি CISF এ চাকরি করেন। কিছু দামি জিনিসপত্র কম দামে বিক্রি করবেন বলে বায়না করার টাকা চাওয়া হয়।
একটি চক্র এই প্রতারণার সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর। নন্দকুমার এর প্রতারিত ওই ব্যবসায়ীর তরফেও জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
No comments