কাঁথি থানার সিভিক ভলেন্টিয়ার শুভজিৎ পড়ুয়ার কাছ থেকে কুড়ি হাজার টাকা প্রতারণা করল নবীন সিং নামে একজন প্রতারক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি হ্যাক করে নকল A.S.I কালী শঙ্কর বেরা সেজে কাঁথি থানার সিভিক ভলেন্টিয়ার শুভজিৎ পড়ুয়ার ক…
কাঁথি থানার সিভিক ভলেন্টিয়ার শুভজিৎ পড়ুয়ার কাছ থেকে কুড়ি হাজার টাকা প্রতারণা করল নবীন সিং নামে একজন প্রতারক
ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি হ্যাক করে নকল A.S.I কালী শঙ্কর বেরা সেজে কাঁথি থানার সিভিক ভলেন্টিয়ার শুভজিৎ পড়ুয়ার কাছ থেকে কুড়ি হাজার টাকা প্রতারণা করল নবীন সিং নামে এক প্রতারক। ইং 8 জানুয়ারি 2022 শনিবার ,সময় এক টা থেকে দেড়টার মধ্যে মহিষাদল থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কালী শঙ্কর বেরার ফেসবুক হ্যাক করে সেখান থেকে তার ছবি নিয়ে একটি মেসেজ পাঠায় কাঁথি থানার সিভিক ভলেন্টিয়ার শুভজিৎ পড়ুয়াকে। মেসেজে লেখা রয়েছে হলদিয়া থেকে একজন সি.আই.এস.এফ (C.I.S.F) তিনি বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। তার বাসায় কালার টিভি, ফ্রিজ ,গোদরেজ কোম্পানি আলমারি, আর ও দামি দামি আসবাব পত্র রয়েছে। খুব কম দামে উনি অর্থাৎCISF বিক্রি করে দিবেন । আমিASI কালিশংকর বেরা বলছি শুভজিৎ তুমি 40 হাজার টাকা জোগাড় করে এই সব ভালো ভালো জিনিস কিনে নাও। প্রথমে শুভজিৎ টাকা নেই বলে বলেন। আসলে প্রতারক নবীন সিং। তিনি কালি শংকর বেরা সেজে শুভজিৎ কে প্রতারণা করতে থাকে । শুভজিৎ তার বন্ধুর মোবাইল একাউন্ট থেকে কুড়ি হাজার টাকা পেমেন্ট করে দেয় ছদ্দবেশী নবীন সিং কে । আমি জিনিস পাঠিয়ে দিচ্ছি গাড়ি করে। বাড়িতে পৌঁছালে বাকি আর কুড়ি হাজার টাকা তুমি দিয়ে দিবে। আদবে কোন জিনিস পাঠালো না শুভজিৎ কে। শুভজিৎ পড়ুয়ার সাথে কাঁথি থানার এ এসআই কালি শংকর বেরার সাথে পরিচয় হয় প্রায় আট বছর আগে। এই বিষয় নিয়ে তমলুক সাইবার থানার আই.সি সজন সোম বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব, তারপর অশ্লীল ছবি, আদান-প্রদান ও ব্ল্যাক মেল করে টাকা হাতানো । অধিকাংশ সাইবার অপরাধীদের প্রবণতা এইরকমই বেড়েই চলছে দিনের পর দিন।
No comments