Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 18, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

গঙ্গাসাগর মেলার পূর্ণার্থীদের কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিলেন রাজ‍্যের দুই মন্ত্রী ও জেলাশাসক

গঙ্গাসাগর মেলার পূর্ণার্থীদের কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিলেন রাজ‍্যের দুই মন্ত্রী ও জেলাশাসকগঙ্গাসাগর মেলায় উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাটে পূর্ণার্থীদের কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিলেন রাজ‍্যের দুই ম…

 


গঙ্গাসাগর মেলার পূর্ণার্থীদের কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিলেন রাজ‍্যের দুই মন্ত্রী ও জেলাশাসক

গঙ্গাসাগর মেলায় উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হলদিয়ার কুঁকড়াহাটি ফেরিঘাটে পূর্ণার্থীদের কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিলেন রাজ‍্যের দুই মন্ত্রী

করোনা আবহের মধ‍্যে আদালতের নির্দেশ মেনে আজ সোমবার ২০২২ সালের সাগরমেলার উদ্বোধন করা হল।উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন।সূত্রের খবর ছুটির দিন রবিবার থেকেই সাগরে পূর্ণার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে।মেলার বিভিন্ন পয়েন্টের পাশাপাশি বিভিন্ন ফেরিঘাটে করোনা পরীক্ষা শিবিরের ক‍্যাম্প করা হয়েছে।আজ পূর্ব মেদিনীপুর জেলার কুকড়াহাটি ফেরিঘাটে গঙ্গাসাগর মেলায় যাওয়া পূর্ণার্থীদের করোনা পরীক্ষা করা হয়।প্রায় ৫০ জন পূর্ণার্থীকে শীতের কম্বল,মাস্ক,স‍্যানিটাইজার,খাদ‍্যসামগ্ৰী,পানীয় জল তুলে দেন রাজ‍্যের দুই মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র ও মানস রঞ্জন ভূঞ‍্যা।এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও আইএনটিটিইউসির সভাপতি(তমলুক সাংগঠনিক) তাপস কুমার মাইতি।জেলাশাসক জানিয়েছেন পূর্ণার্থীদের যাতায়াতের জন‍্য একটি নিদিষ্ট লঞ্চের ব‍্যবস্থা করা হয়েছে।ওই লঞ্চে প্রশাসনের তরফ থেকে একজন থাকবে যাত্রীদের গাইড করার জন‍্য।এদিন কুঁকড়াহাটি জেটিঘাট চত্ত্বর ও লঞ্চটিকে স‍্যানিটাইজার করা হয়।লঞ্চে ওঠার আগে পূর্ণার্থীদের দৈহিক তাপমাত্রা ও করোনা পরীক্ষা করা হচ্ছে।ফেরিঘাটে একটি ক‍্যাম্প করা হয়েছে।সাগর মেলার সরকারি গাইডলাইনের লিফলেট,মাস্ক ও স‍্যানিটাইজার পূর্ণার্থীদের বিতরণ করা হচ্ছে।

No comments