Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নববারাকপুরে মাইকেল মধুসূদন দত্তের ১৯৮ তম জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি

নববারাকপুরে মাইকেল মধুসূদন দত্তের ১৯৮ তম জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি নববারাকপুর :মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা কবি ও নাট্যকার …

 




নববারাকপুরে মাইকেল মধুসূদন দত্তের ১৯৮ তম জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি

 নববারাকপুর :মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের ১৯৮ তম জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নববারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের মাইকেল উদ্যানে মঙ্গলবার সকালে মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পুরসভার মুখ্য প্রশাসক প্রবীর সাহা ।উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য জয়গোপাল ভট্টাচার্য, স্হানীয় কোঅর্ডিনেটর ডাঃ পংকজ কুমার অধিকারী সহ এলাকার কবি লেখক নাট্যকার চিকিৎসক শিক্ষক ক্রীড়া সাংবাদিক সহ বিশিষ্ট গুনীজনেরা ।প্রশাসক বলেন মাইকেল মধুসূদন দত্ত আমাদের কাছে অতীত। যত বেশি করে স্মরণ করব তত আমাদের ভবিষ্যত বর্তমান ভালো থাকবে। ভালভাবে এগিয়ে চলতে পারব মহান মনীষিদের স্মরণ করে। বঙ্গ সন্তানর ভাবনা চিন্তাধারা কে আমরা গর্ব অনুভব করি। বঙ্গ সন্তান রা এক একজন দিকপাল। আধুনিক জনমানসে সমাদৃত। তার স্রষ্টা জীবনধারা সম্পর্কে অনেকে অনেক কিছু ভাবেন। মরনে স্মরণে ভাবনা চিন্তা নিয়ে যত বেশি এগিয়ে যাব বাংলা বিশ্ব বাংলায় পরিনত হবে। আগামী দিনে মাইকেল মধুসূদন দত্তের জন্মের দ্বিশতবার্ষিকী উদযাপন হবে নানাবিধ কর্মসূচি র মধ্যে দিয়ে ।উপস্থিত বিশিষ্ট জনেরা মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাইকেল মধুসূদন দত্তের মূর্তিতে।

No comments