Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পরিবেশ দূষণ , তারপর ? লেখা --- দেবাশিস পাহাড়ী

পরিবেশ দূষণ , তারপর ?  লেখা --- দেবাশিস পাহাড়ী
       ছবি ---  সুদেষ্ণা পাহাড়ী
 আজও এই পৃথিবীতে ভোর হয়,রাত্তিরে আলো দেয় সেই চাঁদ,নদী বয়, পাখি গায়, ফোটে ফুলশৃঙ্খলা প্রকৃতির বুনিয়াদ।
আবহাওয়া আগেকার মতো নেই -অনেকটা বেড়ে গেছে …

 


 পরিবেশ দূষণ , তারপর ?  লেখা --- দেবাশিস পাহাড়ী


       ছবি ---  সুদেষ্ণা পাহাড়ী


 আজও এই পৃথিবীতে ভোর হয়,

রাত্তিরে আলো দেয় সেই চাঁদ,

নদী বয়, পাখি গায়, ফোটে ফুল

শৃঙ্খলা প্রকৃতির বুনিয়াদ।


আবহাওয়া আগেকার মতো নেই -

অনেকটা বেড়ে গেছে উত্তাপ-

বিধাতার প্যাস্টেলে আঁকা বুঝি

ধ্বংসের সকরুণ জলছাপ।


এতদিন যে বরফ কংক্রিট

জমে ছিল হিম মেরু দুটিতে-

অনেকটা গ'লে গেছে গরমেই

যানবাহনের ছোটাছুটিতে।


কারখানা ধোঁয়া ছাড়ে বাতাসে

মেঘ বলে মাঝেমাঝে হয় ভুল,

প্রশ্বাসে ফলে ফল হাতেনাতে

পরিণতি ভয়াবহ বিলকুল।


বিকিরণে কিছু তাপ ফিরে যায়

মহাকাশে, অ্যালবেডো নাম তার ---

বাকি তার এখানেই থেকে যায়

বাতাসের নানা স্তরে বারবার।


সূর্যের আলোতেই বেঁচে থাকি,

গাছপালা ধরে তাকে পত্রে---

যুগ যুগ এ নিয়ম চলছেই

এই গ্রহ আর নক্ষত্রে।


মানো আর নাই মানো জেনে রাখো

সেই আলো চুপিসারে কমছে,

আমাদের আপনার পরিবেশে

ক্ষতিকর কত গ্যাস জমছে।


পরিবেশপ্রেমীদের ঘুম নেই

সমাধান মুশকিল বড় তার,

সচেতন হওয়াটাই জরুরী

সকলের কাঁধে এর দায়ভার।

No comments