Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিঘার সমুদ্রে উঠলো কোটি টাকার তেলিয়াভোলা মাছ

দিঘার সমুদ্রে উঠলো কোটি টাকার তেলিয়াভোলা মাছ প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর, হলদিয়া বন্দর, কে না বলতে পারে কার ভাগ্য কখন খুলে।লক্ষ্মী যখন সুপ্রসন্ন হন তখন  তা যেন দুয়ারে প্রবেশ করে। এমনই এক ঘটনা লক্ষ্য করা গেল দীঘা মোহনায়।…

 




দিঘার সমুদ্রে উঠলো কোটি টাকার তেলিয়াভোলা মাছ

 প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর, হলদিয়া বন্দর, কে না বলতে পারে কার ভাগ্য কখন খুলে।লক্ষ্মী যখন সুপ্রসন্ন হন তখন  তা যেন দুয়ারে প্রবেশ করে। এমনই এক ঘটনা লক্ষ্য করা গেল দীঘা মোহনায়। দীর্ঘদিন ধরে করোনার পরিস্থিতি দিঘা মোহানা মাছের অবস্থা খুবই খারাপ ছিল , শনিবার দিঘা মোহানা বিশ্বেশ্বরী ট্রলারে উঠে আসে ১২০ পিস তেলিয়া ভোলা মাছ ।প্রত্যেকটি ওজন ১৫ থেকে ২০ কিলোগ্রাম এবং এই মাছ কখনো ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। সেই জায়গায় ভুবন বেরার কাঁটায় বিক্রি হচ্ছে একশো কুড়ি পিস তেলিয়া ভোলা। মৎস্যজীবীদের কোথায় এই মাছটি সচরাচর মাঝ সমুদ্রে পাওয়া যায়, এই মাছের পটকা থেকে তৈরি হয় ক্যাপসুলের খাপ,ও পেট থেকে একটি সুতো পাওয়া যায় যে সূতোটি অপারেশনের পর সেলাই করার কাজে ব্যবহৃত হয়।  এই মাছটি সচরাচর জাপান এবং থাইলেন্ডে এক্সপোর্ট করা হয়। সেই সঙ্গে যার ট্রলারে এই মাছটি পাওয়া গেছে তিনি বলেন অনেকদিন ধরে মাছ ধরতে গেছি কিন্তু এই ধরনের মাছ আমার কপাল এই প্রথম। একসঙ্গে এত মাছ পেয়ে  খুশি ট্রলার মালিক থেকে আরম্ভ করে ওই সমস্ত মৎস্যজীবীরা।

No comments