Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুস্কৃতির হুমকিতে পড়লেন সাংবাদিক

দুস্কৃতির হুমকিতে পড়লেন সাংবাদিক
  আধার কার্ড তৈরি ও সংশোধনের শিবির। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পরিহারপুরে।  ওই ঘটনার প্রশাসনের নজরে এনে দুষ্কৃতীদের রোষে পড়েছেন এক সাংবাদিক। রাতের অন্ধকারে তার বাড়িতে এসে সাংবাদিক কিশোর…

 




দুস্কৃতির হুমকিতে পড়লেন সাংবাদিক


  আধার কার্ড তৈরি ও সংশোধনের শিবির। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পরিহারপুরে।  ওই ঘটনার প্রশাসনের নজরে এনে দুষ্কৃতীদের রোষে পড়েছেন এক সাংবাদিক। রাতের অন্ধকারে তার বাড়িতে এসে সাংবাদিক কিশোর নাগকে খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা। শুক্রবার তিনি পটাশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক  বিপ্লব প্রমানিকের সই ও স্টাম্প জাল করছিল সেই সময় সাংবাদিক কিশোর নাগ প্রাণিসম্পদ বিকাশ বিপ্লব প্রমানিক কে ফোনের মাধ্যমে জানায় আপনার সই এবং স্ট্যাম্প জাল করছেন ও তাই  আপনার কাছে কোন প্রমাণ আছে হোয়াটসঅ্যাপে সহি এবং স্ট্যাম্প জালিয়াতি হচ্ছে সেটা সরকারি আধিকারিক বিপ্লব প্রামাণিকের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। সরকারি আধিকারিক বিপ্লব প্রমানিক ফোনে কথা হয় উনি আবার লিখে পাঠান ফ্রট  কেস তারপরে সাংবাদিক উনাকে বলেন আপনি তাহলে আইনি পদক্ষেপ নিন। আপনার তো সহি এবং স্ট্যাম্প জল হচ্ছে সরকারি আধিকারিক বিপ্লব পরামানিক প্রথমে বলেন ভেবে দেখছি তারপরে বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। তখন সাংবাদিক বলেন আপনার স্ট্যাম্প এবং সুইজাল হচ্ছে আপনি আইনি পদক্ষেপ নিবেন না আমি তো নিতে পারিনা আইনি পদক্ষেপ এমনটাই জানান সরকারি আধিকারিক বিপ্লব প্রমানিক। এই সমস্ত ঘটনার তথ্য প্রমাণের চেষ্টা করে সাংবাদিক ।গত ২৩শে জানুয়ারি থেকে জাল স্ট্যাম্প ও জাল সই করার দুষ্কৃতীরা, রাতের অন্ধকারে বাইককরে এসে ওই সাংবাদিকের বাড়ির সামনে এসে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় এখনো পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়নি। আতঙ্কে রয়েছে ওই সাংবাদিক কিশোর নাগ

No comments