জেলার ২২৩ টি গ্রামপঞ্চায়েতকে পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম দফার ৭৫ কোটি ৬২ লক্ষ ৯৩ হাজার ৯৪৬ টাকা বরাদ্দপূর্ব মেদিনীপুর জেলার ২২৩ টি গ্রামপঞ্চায়েতকে পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম দফার ৭৫ কোটি ৬২ লক্ষ ৯৩ হাজার ৯৪৬ টাকা বরাদ্দ করা হয়েছে। র…
জেলার ২২৩ টি গ্রামপঞ্চায়েতকে পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম দফার ৭৫ কোটি ৬২ লক্ষ ৯৩ হাজার ৯৪৬ টাকা বরাদ্দ
পূর্ব মেদিনীপুর জেলার ২২৩ টি গ্রামপঞ্চায়েতকে পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম দফার ৭৫ কোটি ৬২ লক্ষ ৯৩ হাজার ৯৪৬ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েতগুলির জন্য মোট ১ হাজার ১৪১ কোটি টাকা বরাদ্দকৃত হয়েছে। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার মাত্র দুমাস অাগে পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম দফার টাকা অাসায় দ্বিতীয় দফার টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা মূলতঃ দু'দফায় অাসে।বরাদ্দ টাকার প্রায় ৬০ ভাগ খরচ করতে হয় গ্রামের পানীয়জল, নিকাশী,সেচ,শৌচাগারের মত পরিকাঠামো উন্নয়নে।অবশিষ্ট ৪০ শতাংশ ব্যয় হয় নতুন রাস্তা তৈরী, পুরানো রাস্তা সংস্কার, কালভার্ট ছোট সেতু নির্মাণ ও মেরামতের মতো কাজে।অবশ্য চলতি অর্থবছরে পঞ্চায়েতগুলি অর্থ কমিশনের টাকায় কি কাজ করবে,তা অাগে থেকেই স্হির হয়ে অাছে। কারণ নিয়ম মেনে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনা অাগেই পোর্টালে অাপলোড করতে হয়।এদিকে বিগত নিম্নচাপের ফলশ্রুতিতে অতিবৃষ্টি র ফলে গ্রামীণ রাস্তাঘাট ও অনেক কাঠের সেতু জরাজীর্ণ হয়ে পড়েছে। দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলে র উত্তর দুরমুঠ কুমোরপাড়া কাঠের সেতু ভগ্নপ্রায় হয়ে ধ্বংসের প্রহর গুনছে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন দাস ও কাঁথির সেচদপ্তরের নির্বাহী বাস্তুকার কে ই-মেইল বার্তা পাঠিয়ে হয় পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থ নতুবা সেচদপ্তরের তহবিল থেকে উত্তর দুরমুঠ কুমোরপাড়া য় কাঠের সেতু মেরামতী র অাবেদন জানিয়েছেন।মামুদ হোসেন বলেন উত্তর দুরমুঠ কুমোরপাড়া কাঠের সেতুর ভগ্নপ্রায় অবস্থায় হাজার হাজার মানুষ বড়সড় দুর্ঘটনার অাতঙ্কের মধ্যে রয়েছেন।সেই সাথে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থ দ্রুত ব্যয় করে মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য পঞ্চায়েত সমূহ কে সচেষ্ট হওয়ার অাহ্বান জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।
No comments