Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল গোপালপুর হাই (উ: মা:) স্কুলের প্রাক্তনসহ প্রধান শিক্ষক শ্রীনবকান্ত মিশ্রের জীবনাবসান

মহিষাদল গোপালপুর হাই (উ: মা:) স্কুলের প্রাক্তনসহ প্রধান শিক্ষক  শ্রীনবকান্ত মিশ্রের জীবনাবসান
মহিষাদল গোপালপুর হাই (উ: মা:) স্কুলের প্রাক্তনসহ প্রধান শিক্ষক  শ্রীনবকান্ত মিশ্রের মরদেহ তে মাল্যদান করছেন স্কুলের প্রধান শিক্ষক শিবাজী…

 



মহিষাদল গোপালপুর হাই (উ: মা:) স্কুলের প্রাক্তনসহ প্রধান শিক্ষক  শ্রীনবকান্ত মিশ্রের জীবনাবসান


মহিষাদল গোপালপুর হাই (উ: মা:) স্কুলের প্রাক্তনসহ প্রধান শিক্ষক  শ্রীনবকান্ত মিশ্রের মরদেহ তে মাল্যদান করছেন স্কুলের প্রধান শিক্ষক শিবাজী প্রসাদ বেরা ও প্রাক্তন শিক্ষক প্রকৃতি রঞ্জন অধিকারী 


  মারা গেলেন মহিষাদল গোপালপুর হাই (উ: ম: )স্কুল -এর প্রাক্তন সহ  প্রধান শিক্ষক শ্রী নবকান্ত মিশ্র । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বয়স জনিত কারনে গতকাল তমলুকের লাইফ কেয়ার নার্সিং হোমে  মারা যান। মৃত্যুর সংবাদ পেয়ে গোপালপুর হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক শিবাজী প্রসাদ বেরা  বাড়িতে গিয়ে তার  মরদেহে শ্রদ্ধার সঙ্গে মাল্যদান করেন এবং পরিবারের সবাইকে সমবেদনা জানান। শিবাজী বাবু বলেন শ্রী নবকান্ত মিশ্র  ১৯৮৪  সালে গোপালপুর হাই স্কুলে শিক্ষকতার জন্য জয়েন করেছিলেন।  তিনি কখনো স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজও করেছিলেন । ইংরেজি, ইতিহাস ও সংস্কৃত এই তিনটি বিষয়ে  ছাত্র-ছাত্রীদেরকে তিনি শিক্ষাদান করেছিলেন । ইংরেজি ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর স্কুল থেকে অবসর গ্রহণ করেন। শিবাজী বাবু আরো  বলেন ইং২০১৪  সালে হঠাৎ নবকান্ত বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে প্যারালাইজ হন । বাড়িতে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উনার তিন ছেলে ,দুই ছেলে ইঞ্জিনিয়ার তারা বিদেশে থাকেন এবং ছোট ছেলে একজন বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ মিশ্র। সকালে তার মরদেহ স্কুল প্রাঙ্গনে  উপস্থিত হয়। স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা গন তার মরদেহে ফুলের মালা সহ পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করে তার স্মৃতিচারণ করেনবলে জানান স্কুলের প্রধান শিক্ষক।

No comments