Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গঙ্গাসাগর মেলা নিরাপত্তার নজরদারি দিচ্ছেন ইন্ডিয়ান কোস্ট গার্ড হলদিয়া - জানালেন কমান্ডার দীপক সিং

গঙ্গাসাগর মেলা নিরাপত্তার নজরদারি দিচ্ছেন ইন্ডিয়ান কোস্ট গার্ড হলদিয়া - জানালেন কমান্ডার দীপক সিং
সেজে উঠেছে সাগরমেলা। আজ, শুক্রবার মকর সংক্রান্তি। ভোর থেকেই পুণ্যলগ্ন। আর তার জন্য সাগরে পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণই হতে চলেছে …

 




গঙ্গাসাগর মেলা নিরাপত্তার নজরদারি দিচ্ছেন ইন্ডিয়ান কোস্ট গার্ড হলদিয়া - জানালেন কমান্ডার দীপক সিং


সেজে উঠেছে সাগরমেলা। আজ, শুক্রবার মকর সংক্রান্তি। ভোর থেকেই পুণ্যলগ্ন। আর তার জন্য সাগরে পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণই হতে চলেছে জেলা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। তার জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে  জেলাশাসক পি উলগানাথন বলেন, ‘ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত ৫০০ পুলিস মোতায়েন করা হবে। এমনিতেই জেলায় ১৫ হাজারের বেশি পুলিস মোতায়েন রয়েছে।  নজরদারির জন্য আরও ১০০ সিসি ক্যামেরা বসানো হয়েছে। দু’টি লঞ্চের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো হবে আজ।’ 


এদিকে বাড়ি বসে পুজো দেওয়া এবং দর্শনের জনপ্রিয়তা তুঙ্গে। সাংবাদিক বৈঠকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ৫ তারিখ থেকে ২১ হাজারের বেশি মানুষ পুজো দিয়েছেন অনলাইনে। সোশ্যাল মিডিয়ার মারফত মন্দির দর্শন করেছেন প্রায় এক কোটি মানুষ। গঙ্গাসাগরে লোক সমাগম নিয়ে আলাদা পরিসংখ্যান না দেওয়া হলেও মন্ত্রী জানান, ৭ জানুয়ারি থেকে মেলায় আসার ১৩টি প্রবেশপথে তিন লক্ষের বেশি মানুষের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এক শতাংশের কম মানুষের রিপোর্ট পজিটিভ এসেছে।

বুধবারের তুলনায় অবশ্য বৃহস্পতিবার পুণ্যার্থীদের ভিড় ছিল অনেক বেশি। তাঁদের মধ্যে একটা বড় অংশই স্নান থেকে বিরত থাকেন। কেউ কেউ জলে না নেমে সমুদ্রতটেই স্নান সেরেছেন। তবে এদিন বড় চমক ছিল ড্রোনের মাধ্যমে পুণ্যস্নান। এদিন দুপুরে ড্রোন উড়িয়ে সমুদ্রের জল ছিটিয়ে পুণ্যস্নানের আয়োজন করা হয়। কর্মসূচি শেষে সেই ড্রোনের মাধ্যমেই স্যানিটাইজ করা হয়। আজও এই পদ্ধতিতে পুণ্যার্থীদের স্নান করানো হবে বলে জানা গিয়েছে।




No comments