ব ই প্রকাশ অনুষ্ঠান একশো কবিতার আকাশ একটি ক্ষুদ্র প্রয়াস কিন্তু সকলের আন্তরিকতায় ছুঁয়ে নিল আকাশ। ছড়িয়ে দিল আলো। আজ আনুষ্ঠানিক ভাবে ভাষাচিত্র পত্রিকার 'একশো কবিতার আকাশ' সংখ্যার প্রকাশ অনুষ্ঠিত হল। স্থান: খড়কুটো পত্রিকার স…
ব ই প্রকাশ অনুষ্ঠান একশো কবিতার আকাশ
একটি ক্ষুদ্র প্রয়াস কিন্তু সকলের আন্তরিকতায় ছুঁয়ে নিল আকাশ। ছড়িয়ে দিল আলো। আজ আনুষ্ঠানিক ভাবে ভাষাচিত্র পত্রিকার 'একশো কবিতার আকাশ' সংখ্যার প্রকাশ অনুষ্ঠিত হল। স্থান: খড়কুটো পত্রিকার সম্পাদক বন্ধুবর দীপক আদকের বাড়ি। সময়: ঠিক বিকেল ২:৩০। তাঁর তত্ত্বাবধানে অনুষ্ঠান আয়োজনের পথ অত্যন্ত মসৃন হয়েছে একথা অনস্বীকার্য। নিখাদ বৈঠকি আড্ডায় বসেছিল চাঁদের হাট। প্রবীণ ও নবীনের যৌথ সমন্বয়ে মাত্রা পেয়েছে সাহিত্যচর্চার উদ্দেশ্য।
পত্রিকার মোড়ক উম্মোচন করেন লিপি প্রকাশনের কর্ণধার শ্রী গৌতম ভট্টাচার্য। 'কবিতার সার্থকতা' বিষয় নিয়ে মনোগ্রাহী বক্তৃতাও দেন। সেই বক্তৃতার স্বপক্ষে ও বিপক্ষে উপস্থিত অন্যান্য সভাসদ সুন্দর ও সাবলীল মতপোষণ করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রেক্ষাপট পত্রিকা ও প্রকাশনার কর্ণধার শ্রী সুব্রত চক্রবর্তী। কবিতা ও ছড়া পাঠ করেন শ্রী প্রাণনাথ শেঠ ও সুকুমার মিস্ত্রি। শুধু কবিতা পাঠ নয়, ডাক্তার হওয়া সত্ত্বেও কবিতা যে কীভাবে টানে সে বিষয়ে নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানান শিশু চিকিৎসক শ্রী সমীররঞ্জন খাঁড়া। কবিতা পাঠের সঙ্গে বাঁশি বাজিয়ে সভা মাতালেন শ্রী রঙ্গলাল গুড়িয়া। খাঁটি কবিতা কী এ বিষয়ে বক্তৃতা ও কবিতা পাঠ করেন শ্রী শুভঙ্কর দাস। এছাড়াও যাঁদের কবিতা পাঠে মুগধ হয়েছে সভা তাঁরা হলেন অরুণ কুমার দাস, কৃপাণ মৈত্র, চন্দন দাস, শ্রাবন্তী গায়েন, পম্পা মণ্ডল, দীপঙ্কর নায়েক, শুভশ্রী নায়েক প্রমুখ।
সভাঘর সাজানো ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পেছনে দীপক বাবুর ছাত্রছাত্রীদের কলাকৌশল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে সৃষ্টি বেরা, স্বাগতা জানা, প্রিয়াঙ্কা দাস, সায়ন বিদ ও সৌরভ মাইতি-র অবদান নবীন প্রজন্মকে উজ্জীবিত করবে।
No comments