Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহাত্মা গান্ধীর ৭৫ তম শহীদ দিবস উদযাপন

মহাত্মা গান্ধীর ৭৫ তম শহীদ দিবস উদযাপন

হলদিয়া ব্রজলালচক মহাত্মা গান্ধী স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে ৩০ শে জানুয়ারি রবিবার সকাল সাতটায় সমবেত সাফাই এবং সকাল সাড়ে সাতটায় সূত্র যোগ্য, সকাল আটটায় মৌন পদযাত্রা সকাল এ জাতীয় পতাকা অ…

 




মহাত্মা গান্ধীর ৭৫ তম শহীদ দিবস উদযাপন



হলদিয়া ব্রজলালচক মহাত্মা গান্ধী স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে ৩০ শে জানুয়ারি রবিবার সকাল সাতটায় সমবেত সাফাই এবং সকাল সাড়ে সাতটায় সূত্র যোগ্য, সকাল আটটায় মৌন পদযাত্রা সকাল এ জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ৩০ মিনিটে সর্বধর্ম প্রার্থনা কোরান, বাইবেল, গীতা পাঠ সকাল দশটায় বিশেষ আলোচনা সভা গান্ধীজীর জীবন আদর্শ অনুষ্ঠিত হয়। হলদিয়া ব্রজলালচক মহাত্মা গান্ধী কুঠিরে।




১৯৪৮ এর ৩০ শে জানুয়ারি এমনই এক দিনে ধর্মান্ধ মৌলবাদী হঠকারী উন্মাদের হাতে প্রাণ দিয়েছিলেন বিংশ শতাব্দীর যীশু শহীদ হয়েছিলেন সত্য ও অহিংসার মহত্মা গান্ধী। ভারতের সর্বকালের সর্বযুগের অন্যতম সন্তানকে মানব জাতির শ্রেষ্ঠ মানব দরদী প্রবক্তা কে হারিয়ে ছিল। জাতি হয়েছিল পিতৃহারা ,ভারতীয় দর্শন ধ্যান-ধারণা ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের মহান পুরোধা বিশ্ব শান্তি ও মুক্তির অন্যতম শ্রেষ্ঠ প্রতীক জাতির জনকের ৭৫ তম প্রয়াণ দিবস। ৩০ জানুয়ারি রবিবার যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। সেই অনুযায়ী  হলদিয়া ব্রজলালচক মহাত্মা গান্ধী স্মৃতি রক্ষা  সমিতির পক্ষ থেকে গান ও গীতি গীতি আলেখ্য অনুষ্ঠিত হয়। উদ্ধোধন সঙ্গীত পরিবেশন করেন পঞ্চান্ন আদক ও ছাএ ছাত্রীবৃন্দ। উপস্থির ছিলেন সম্পাদক আলোক রঞ্জন দাস, কোষাধ্যক্ষ অসিত বরণ জানা, কার্যকরী সভাপতি মদন মোহন সেন, এবং সংস্থার সভাপতি শীতল প্রসাদ বিশ্বাস প্রাক্তন শিক্ষক সত্যেশ্বর মল্লিক ও সাংবাদিক প্রাক্তন শিক্ষক বীরেন্দ্র নাথ মাইতি প্রাক্তন শিক্ষক নীর্মল ত্রিপাঠি  প্রমূখ প্রত্যেকেই গান্ধীজীর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন।

No comments