Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেনে নিন পদ্মা সেতু সম্পর্কে কিছু অজানা তথ্য

জেনে নিন পদ্মা সেতু সম্পর্কে কিছু অজানা  তথ্যপ্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?উত্তর : ৬.১৫ কিলোমিটার।
প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক। মাঝে রোড ডিভাইডার। প্রশ্ন : পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি? উত্ত…

 




জেনে নিন পদ্মা সেতু সম্পর্কে কিছু অজানা  তথ্য

প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর : ৬.১৫ কিলোমিটার।


প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক। মাঝে রোড ডিভাইডার। 

প্রশ্ন : পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি? 

উত্তর : ৪১ টি।

প্রশ্ন : পদ্মা সেতুর একেকটি স্প্যানের দৈর্ঘ্য কত?

উত্তর : ১৫০ মিটার।

প্রশ্ন : পদ্ম সেতুর স্প্যানের প্রস্থ কত?

উত্তর : ১৮.১০ মিটার। 


প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।


প্রশ্ন : পদ্মা সেতু কোন নদীর উপর অবস্থিত? 

উত্তর : পদ্মা নদী।


প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?

উত্তর : নিচ তলায়।


প্রশ্ন : পদ্মা সেতুতে সড়ক পথ স্থাপন হবে কোথায়?

উত্তর ‌‌‌‌: উপর তলায়।


প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?

উত্তর : ৩.১৮ কিলোমিটর।


প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?

উত্তর : ৮১টি।


প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।


প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন কত কিলোমিটার?

উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।


প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় কত?

উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।


প্রশ্ন : পদ্মা সেতুর কাজে মোট ব্যয় কত?

উত্তর : ৩৯ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।


প্রশ্ন : পদ্মা সেতুর অর্থায়ন?

উত্তর : সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। 


প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?

উত্তর : দেশী বিদেশি প্রকৌশলী সহ প্রায় ৫ হাজার 


প্রশ্ন : পিলার ব্যাজ থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?

উত্তর : ১৮.১০ মিটার (প্রায় ৬০ ফিট)


প্রশ্ন : সেতুর নিচ তলা থেকে উপর তলা পর্যন্ত উচ্চতা কত? 

উত্তর : ১৩ মিটার (প্রায় ৪০ ফিট)


প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তর : ৩৮৩ ফুট।


প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কয়টি? 

উত্তর : মোট ৪২ টি।


প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

উত্তর : ৬টি। নদীর তলদেশে মাটির জটিলতার কারণে ২২ টি পিলারে ৭ টি করে পাইলিং করা হয়েছে। 


প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?

উত্তর : ২৬৪টি।


প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে কোন সালে? 

উত্তর : ২০১৪ সালের ডিসেম্বর মাসে। 


প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?

উত্তর : ২০২২ সালের জুন মাসে। 


প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?

উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন সহ পরিবহন সুবিধা।


প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?

উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।


প্রশ্ন : পদ্মা সেতু দেশের কোন কোন জেলাকে অন্তর্ভুক্ত করেছে? 

উত্তর : মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর। 


প্রশ্ন : পদ্মা সেতু কোন জেলার কত অংশ? 

উত্তর : মুন্সিগঞ্জের লৌহজং-২২৫০ মিটার, শরীয়তপুরের জাজিরা-২৫৫০ মিটার, মাদারীপুরের শিবচর-১৩৫০ মিটার।

মোট - ৬১৫০ মিটার পদ্মা সেতু। 


প্রশ্ন : রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতুর দূরত্ব কত?

উত্তর : ৩৭ কিলোমিটার। 


প্রশ্ন : পদ্মা সেতুর নকশাকার কে?

উত্তর : এ ই সি ও এম (AECOM)।


প্রশ্ন : পদ্মা সেতুর ওয়েবসাইট? 

উত্তর : www.padmabridge.gov.bd


প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তর : চায়না মেজর ব্রীজ ইন্জিনিয়ারিং কোম্পানী।

এম বি ই সি।


No comments