Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১২৫তম বর্ষপূর্তি উদযাপন

বিস্তারিত জানতে ক্লিক করুনhttps://youtu.be/_nfE_wmZkxc১২৫তম বর্ষপূর্তি উদযাপন
 শিল্পশহর হলদিয়া থেকে কয়েক মাইল দূরে প্রত‍্যন্ত এক গ্ৰামে স্বাধীনতার প্রায় ৫০ বছর পূর্বে ১৮৯৮খ্রিঃ গড়ে উঠেছিল ওই বিদ‍্যালয়।দেভোগ গ্ৰামপঞ্চায়েতের মধ‍্যে …

 


বিস্তারিত জানতে ক্লিক করুন

https://youtu.be/_nfE_wmZkxc

১২৫তম বর্ষপূর্তি উদযাপন


 শিল্পশহর হলদিয়া থেকে কয়েক মাইল দূরে প্রত‍্যন্ত এক গ্ৰামে স্বাধীনতার প্রায় ৫০ বছর পূর্বে ১৮৯৮খ্রিঃ গড়ে উঠেছিল ওই বিদ‍্যালয়।দেভোগ গ্ৰামপঞ্চায়েতের মধ‍্যে একটিমাত্র স্কুল।প্রাথমিক স্তর থেকে ধীরে ধীরে উচ্চপ্রাথমিক,মাধ‍্যমিক,উচ্চমাধ্যমিক স্তরে বর্তমানে পঠন-পাঠন হয়।বর্তমান ছাত্রছাত্রী সংখ‍্যা প্রায় ৭৬৫ জন।শিক্ষক-শিক্ষিকা সংখ‍্যা ২৪ জন‌।

চলতি বছরে ২০২২ সালে ১৬ জানুয়ারি ১২৫ বর্ষে পর্দাপন করেছে মনোহরপুর হাইস্কুল।

১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ষব‍্যাপী বিভিন্ন ক্রীয়া,সাংস্কৃতিক এবং প্রাক্তনী সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শুভ উদ্বোধন করা হয় ১৬ জানুয়ারি ২০২২ এবং সমাপন হবে ১৮ জানুয়ারি ২০২৩

স্কুলের বর্তমান প্রধান শিক্ষক পরেশচন্দ্র দাস জানান বর্ষব‍্যাপী অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা,পুষ্প ও চিত্র প্রদর্শনী,শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা,নৃত‍্যগীতি আলেখ্য,নাটক,অঙ্কন,আন্তঃবিদ‍্যালয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ব্রতচারী,যোগব্যায়াম,ক‍্যুইজ,ম‍্যাজিক শো,ডকুমেন্টারি ফ্লিম প্রদর্শন,বিচিত্রানুষ্ঠান,চারাগাছ রোপণ ও বিতরণ, স্মরণিকা পত্রিকা এবং প্রাক্তনী সম্মেলন হবে।

কোভিডের কথা মাথায় রেখে ১৬ জানুয়ারি রবিবার সরকারি বিধি নিষেধ মেনে কতিপয় ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।স্কুল প্রাঙ্গণের মধ‍্যে নবনির্মিত শহীদ বেদীতে জাতীয় পতাকা ও বিদ‍্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।সেই সঙ্গে নারকেল ফাটিয়ে,শ্বেত চন্দন গাছ লাগিয়ে পায়রাপাখি উড়িয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ‍্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

উপস্থিত ছিলেন এবিটিএ মহকুমা পরিদর্শক দেবাশীষ ধর,বিদ‍্যালয় পরিদর্শক স্বপন কুমার জানা,

 হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি  সুব্রত হাজরা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, শিক্ষা কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন শিক্ষক আলোক রঞ্জন দাস, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি  ভবতোষ সাঁতরা, সদস্য তথা শিক্ষক অনুপ পাঁজা , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় পরেশ চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা পরানচক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক  প্রাণ নাথ শেঠ, জেলা পরিষদের সদস্য তথা শিক্ষক মিলন পাত্র, লক্ষ্যা হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি, হাতিবেড়িয়া অরুণ চন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক,দেভোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান ‌ও উপপ্রধান,সদস্য- সদস্যাগণ,  বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। কোভিড বিধি মেনে সমগ্র অনুষ্ঠানটি সংক্ষিপ্ত আকারে করা হয়েছে। আগামী এক বছর ধরে অর্থাৎ ২০২৩ সালের ১৮ই জানুয়ারী পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান চলবে।

No comments