সেনা জওয়ান শহীদ নন্দলাল রানা স্মরণে"শহীদ মাতা বীনাপানি রানার প্রতি সৃজন-এর" শ্রদ্ধাঞ্জলি রবিবার নেতাজী সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন পালন ও শহীদ মাতা বীনাপানি রানার হাতে শ্রদ্ধাঞ্জলি মানপত্র দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করল…
সেনা জওয়ান শহীদ নন্দলাল রানা স্মরণে"শহীদ মাতা বীনাপানি রানার প্রতি সৃজন-এর" শ্রদ্ধাঞ্জলি
রবিবার নেতাজী সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন পালন ও শহীদ মাতা বীনাপানি রানার হাতে শ্রদ্ধাঞ্জলি মানপত্র দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মেচেদার 'সৃজন' পরিবার তমলুকের হরশংকর গ্রামে (এই গ্রামের বীনাপানি দেবীর পুত্র সেনা জওয়ান নন্দলাল রানা কর্মরত অবস্থায় কাশ্মীরে গত মাসে শহীদ হন) ।এলাকার বেশ কয়েকজন দুঃস্থ মানুষের হাতে তুলেদেন শাল ও টিশার্ট। উপস্থিত ছিলেন নীলকুন্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার পাইক, শিক্ষক চন্ডীচরন মালাকার, এডভোকেট মানিক প্রামাণিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগন। রৃত্বিক আদক, সুদীপ কুমার নায়ক সহ 'সৃজন' পরিবারের সদস্য ও সদস্যাদের পরিচালনায় করোনা বিধি মেনে অনুষ্ঠান টি পালন করা হয়। কৃতজ্ঞতা জানাই সৃজনের কর্ম কর্তাদের, আমাকে শহীদ পরিবারটির সাথে যোগাযোগ করে অনুষ্ঠানটি আয়োজন করার দায়িত্ব দেওয়ায় ও মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ করার জন্য আমাকে সম্মান জানানোয়। মেচেদার " সৃজন" পরিবারের সবার সার্বিক সাফল্য ও সুস্থতা কামনা করি। 🙏
নমস্কারান্তে- প্রশান্ত সামন্ত, বাহারপোতা,পাঁশকুড়া,তমলুক পূর্ব মেদিনীপুর। 9732748785.7908310084
No comments