Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় মেলা হবে? সম্প্রীতি উৎসব-2022

হলদিয়ায় মেলা হবে সম্প্রীতি উৎসব-2022৭-১৬ থেকে হলদিয়া সম্প্রীতি মেলা হতে চলেছে ঘিরে-ঘিরে কর্মকর্তারা মেলা মাঠ পরিদর্শনে এলেন উৎসব কমিটির সম্পাদক শেখ সাবীর আলী জানান মেলার অঙ্গ হিসাবে নাগরদোলা, পাখি মেলা ,পুষ্পমেলা ,কৃষি মেলা থ…

 




 হলদিয়ায় মেলা হবে সম্প্রীতি উৎসব-2022

৭-১৬ থেকে হলদিয়া সম্প্রীতি মেলা হতে চলেছে ঘিরে-ঘিরে কর্মকর্তারা মেলা মাঠ পরিদর্শনে এলেন উৎসব কমিটির সম্পাদক শেখ সাবীর আলী জানান মেলার অঙ্গ হিসাবে নাগরদোলা, পাখি মেলা ,পুষ্পমেলা ,কৃষি মেলা থাকছে ফুটবল,মিনি ফুটবল,খো খো, ,নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, এথোলেটিস্ক এবং ছদ্ববেশ প্রতিযোগিতা। রাজ্য সরকারের কোভিদ বিধি মেনে এবারের মেলা চতুর্থ তম বর্ষে পদার্পণ করল। ২০২০-২০২১ অতিমারি কোভিডের জন্য মেলা করা সম্ভব হয়নি। তবে এবারে মেলা রাজ্য সরকারের সমস্ত কোভিড বিধি  মেনে এবারের মেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক বছরের মতো এবারের মেলা মেঘনাথ সাহা কলেজ এর পার্শ্ববর্তী ময়দান সাংস্কৃতিক মঞ্চ ময়দানে মেলা অনুষ্ঠিত হবে মেলার উদ্বোধনী অনুষ্ঠান লোকনৃত্য ,ধামসা মাদল ,  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ।


No comments