আই ও সির মার্কেটিং ডিভিশনে ডি জি এম জি জি রাও ও অন্যান্য আধিকারিকদের নিয়ে সভা করেন -জেলা সভাপতিপূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক কমিটি আইএনটিটিইউসি জেলার সভাপতি শিবনাথ সরকার দায়িত্ব পাওয়ার পরেই বিভিন্ন কারখানার শ্রমিকদের সাথ…
আই ও সির মার্কেটিং ডিভিশনে ডি জি এম জি জি রাও ও অন্যান্য আধিকারিকদের নিয়ে সভা করেন -জেলা সভাপতি
পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক কমিটি আইএনটিটিইউসি জেলার সভাপতি শিবনাথ সরকার দায়িত্ব পাওয়ার পরেই বিভিন্ন কারখানার শ্রমিকদের সাথে যেমন কথা বলেছেন ঠিক তেমনিভাবেই কারখানার আধিকারিকদের সঙ্গে আলোচনা করছেন গত কয়েকদিন আগেই।আই ও সি বিটুমিন ড্রাম লোডিংয়ের ১০৩জন শ্রমিককে বসিয়ে দেওয়া হয়। গতকাল আই ও সির মার্কেটিং ডিভিশনে ডি জি এম জি জি রাও ও অন্যান্য আধিকারিকদের সাথে দীর্ঘ সময় আলোচনা হয়। কর্তৃপক্ষ সদর্থক ভূমিকা গ্রহণ করার আশ্বাস দেন। আমার সাথে ছিলেন জ্যোতি প্রসাদ দাস।
No comments