রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বাড়িতে ড্রোন নিয়ে নজরদারি ?বারান্দায় বসে দেখি বাড়ির উপর ড্রোন উড়ছে’, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর ভাইয়ের প্রদীপ কুমার মাইতি,রাজ্যের বিরোধী দলনেতা একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদাসম্…
রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বাড়িতে ড্রোন নিয়ে নজরদারি ?
বারান্দায় বসে দেখি বাড়ির উপর ড্রোন উড়ছে’, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর ভাইয়ের
প্রদীপ কুমার মাইতি,রাজ্যের বিরোধী দলনেতা একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদাসম্পন্ন। তার বাড়ির নিরাপত্তা কেন প্রশ্নের মুখে পড়ছে তা জানতে চেয়ে আদালতে যান শুভেন্দু অধিকারী।'বারান্দায় বসে দেখি বাড়ির উপর ড্রোন উড়ছে', বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর ভাইয়ের
ড্রোন ওড়ানোর ভিডিয়ো দেখাচ্ছেন দিব্যেন্দু অধিকারী।
শান্তিকুঞ্জের উপর ড্রোন ওড়ানোর অভিযোগ উঠল। শুভেন্দু অধিকারীদের কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ। সেই বাড়ির উপর ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ড্রোন ওড়াচ্ছে বলে দাবি করেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারীর বক্তব্য, “কাঁথি কলেজ, আমার বাড়ির উপর ড্রোন ওড়ানো হচ্ছে। আমি অধ্যক্ষ মহাশয়কে ফোন করছি। উনি আমাকে খোঁজ নিয়ে বলেন পুলিশ ড্রোন ওড়াচ্ছে। আমি প্রার্থনা করব মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে, আমার পরিবার, আমার বাড়িকে এ ধরনের পরিবেশ থেকে যেন শান্তি দেন।”দিব্যেন্দু অধিকারীর কথায়, “শুক্রবার সকালে আমি আমার বাড়ির বারান্দায় বসে আছি। দেখলাম ড্রোন ওড়ানো হচ্ছে। বিস্মিত হলাম। খবর নিলাম। ইউনিফর্ম নেই, আইকার্ড নেই, কিছু লোক ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের নিম্নরুচির পরিচয় এই থানা করছে। কার নির্দেশে করছে আমি জানি না। আমি এখনও বলছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি আমি শ্রদ্ধাশীল। আমার সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি আমি শ্রদ্ধাশীল। আমার দলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রতিও আমি শ্রদ্ধাশীল।” দিব্যেন্দুর দাবি, পুলিশের কাছ থেকে কোনওরকম সহযোগিতা তাঁরা পান না। এ প্রসঙ্গে তমলুকের সাংসদের বক্তব্য, “পুলিশ কোনওরকম অভিযোগই নিতে চায় না। আমি বলেছি আমার বাবার বয়স ৮৪ বছর। আমার মায়ের বয়স ৭৯। আমার একটা ৯ বছরের মেয়ে আছে। বাড়ির একটা সুস্থ পরিবেশ থাকা দরকার।
No comments