Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খড়্গপুর আইআইটির ৩১জনের রিপোর্ট পজিটিভ

খড়্গপুর আইআইটির ৩১জনের রিপোর্ট পজিটিভ খড়্গপুর আইআইটির ৩১জনের রিপোর্ট পজিটিভ আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। জেলায় ২৪ ঘণ্টায় সব মিলিয়ে ৪৬ জন সংক্রামিত হয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক রশ্মি কমল সোম…

 


খড়্গপুর আইআইটির ৩১জনের রিপোর্ট পজিটিভ 

খড়্গপুর আইআইটির ৩১জনের রিপোর্ট পজিটিভ আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। জেলায় ২৪ ঘণ্টায় সব মিলিয়ে ৪৬ জন সংক্রামিত হয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলাশাসক রশ্মি কমল সোমবার আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিএমওএইচ ভুবনচন্দ্র হাঁসদা বলেন, আইআইটির ৩১ পড়ুয়ার রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে। ওখানেই তাদের রাখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। তারা নিজেদের পরিকাঠামোতেই চিকিৎসার ব্যবস্থা করেছে। আইআইটির রেজিস্ট্রার তমাল নাথ বলেন, কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করা হয়েছিল। এখনও পর্যন্ত ৩১জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। আইআইটিতেই তাদের পৃথকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরও পরীক্ষা করা হচ্ছে। প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার পড়ুয়া আইআইটিতে এসেছেন। আইআইটি সূত্রে খবর, তাঁদের হস্টেলে তিনদিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সোমবার সকালে সেই বিধি-নিষেধ শেষ হয়। তার আগে রবিবার নমুনা পরীক্ষা করে এই রিপোর্ট পাওয়া যায়। রেজিস্ট্রার বলেন, কারও সামান্যতম উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করা হচ্ছে। আইআইটি ছাড়া রবিবার জেলায় ১৫জন সংক্রামিত হয়েছেন। শনিবার ১৫৯০জনের নমুনা পরীক্ষা করে ৩৮জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছিল। রবিবার ৭৫৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের রিপোর্ট পজিটিভ আসে। জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১২১ হয়েছে। শনিবার সেই সংখ্যা ছিল ১০৮।

No comments