জেলার হ্যামিল্টন হাইস্কুলে ক্যাম্প করে করোনার টিকা করনের কাজ শুরুপ্রদীপ কুমার মাইতি, তমলুক ,পূর্ব মেদিনীপুর:একুশের শেষের মুহূর্তে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন নতুন বছরে ৩ জানুয়ারি থেকে স্কুল-কলেজের শিক্ষার্থ…
জেলার হ্যামিল্টন হাইস্কুলে ক্যাম্প করে করোনার টিকা করনের কাজ শুরু
প্রদীপ কুমার মাইতি, তমলুক ,পূর্ব মেদিনীপুর:একুশের শেষের মুহূর্তে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন নতুন বছরে ৩ জানুয়ারি থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কোরণা টিকার ব্যবস্থা করা হচ্ছে ।তাই আজ 3জানুয়ারী থেকে রাজ্য সহ জেলায় 30টি স্কুলে 15 থেকে 18 বছর বয়সী ছাত্র-ছাত্রীদেরকে করোনার টিকাকরণ শুরু হলো। জেলার হ্যামিল্টন হাইস্কুলে ক্যাম্প করে করোনার টিকা করনের কাজ শুরু হয়েছে। এখানে প্রায় আজ 700 মত স্টুডেন্ট কে টিকা দেওয়া হবে বলে স্কুল সূত্রে জানা গেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাস রায় উপস্থিত থেকে এই ক্যাম্পের সূচনা করেন। এবং বিভাস রায় জানান ছাত্রছাত্রীরা যদি কোন অ্যাপস এ রেজিস্ট্রেশন করে থাকে তারা স্কুল ছাড়াও যে কোন জায়গা থেকেই নিতে পারে টিকা। করোনার টিকা নিতে আসা স্কুলের ছাত্রদেরকে স্কুলে ঢোকার মুখে স্যানিটাইজার এবং চ্যানেলের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে নিয়ে আসা হয়। আজ টিকাকরণের কাজ শুরু হলেও সব রকম ক্লাস কিন্তু সম্পূর্ণ বন্ধ ১৫ তারিখ পর্যন্ত।
No comments