হলদিয়া বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসরড হাইস্কুলে কিচেন গার্ডেনে তৈরি এক হাজার কিলো ফুলকপি
সোমবার হলদিয়া বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসরড হাইস্কুলে কিচেন গার্ডেনে তৈরি এক হাজার কিলো ফুলকপি, ব্রকোলি ও ওলকপি ও সব্জি তুলে দেওয়া হল সাড়…
হলদিয়া বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসরড হাইস্কুলে কিচেন গার্ডেনে তৈরি এক হাজার কিলো ফুলকপি
সোমবার হলদিয়া বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসরড হাইস্কুলে কিচেন গার্ডেনে তৈরি এক হাজার কিলো ফুলকপি, ব্রকোলি ও ওলকপি ও সব্জি তুলে দেওয়া হল সাড়ে চারশো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়ার হাতে।
করোনার সময় হলদিয়ার দুর্গাচক টাউনের মধ্যে স্কুলের কিচেন গার্ডেনে শীতকালীন সব্জি ফলিয়ে রীতিমত চমকে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল চত্বরে ১৪ডেসিমল জমিতে ওই কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে। এদিন কিচেন গার্ডেনে উৎপন্ন সব্জি পড়ুয়া, তাদের অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিতরণ করা হয়। প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস জানান, শীতের সময় প্রতিবছর ওই জমিতে ফুল কপি, ওলকপি, ব্রকোলি, টমাটো, বেগুন চাষ হয়। প্রায় ৮বছর ধরে স্কুলের কিচেন গার্ডেনে সব্জি চাষ হচ্ছে। স্কুলের মিডডে মিলে ওই সব্জি রান্না হত। এখন করোনার কারণে তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হচ্ছে। প্রতিবছর গড়ে ২হাজার কেজি ফুলকপি, আড়াই হাজার কেজি ওলকপি, ৫০০কেজি ব্রকোলি, ২০০কেজি বাঁধাকপি ফলে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষকে কোনও সব্জি বাজার থেকে কিনতে হয় না। এবার ফুলকপি ও ওলকপি বড় হয়ে যাওয়ায় আগামীমাসের মিডডে মিল পর্যন্ত অপেক্ষা করা যাবে বলেই এদিন বিতরণ করা হয়েছে। আরও কয়েক দফায় কিচে গার্ডেনের সব্জি অন্যান্য ক্লাসের পড়ুয়াদের বিতরণ করা হবে। স্কুলের এই উদ্যোগের প্রশংসা করেছে জেলা শিক্ষা দপ্তর ও হলদিয়া পুরসভার শিক্ষা বিভাগ।
No comments