১০০ ফুট উঁচু স্টিলের স্তম্ভে ৩০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা উড়বে হলদিয়া বন্দরেস্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এবার প্রজাতন্ত্র দিবসে ১০০ ফুট স্টিলের স্তম্ভের উপর ৩০ ফুট দীর্ঘ এবং ২০ ফুট চওড়া জাতীয় পতাকা উত্তোলন করবে হলদিয়া বন্দর কর্তৃ…
১০০ ফুট উঁচু স্টিলের স্তম্ভে ৩০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা উড়বে হলদিয়া বন্দরে
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এবার প্রজাতন্ত্র দিবসে ১০০ ফুট স্টিলের স্তম্ভের উপর ৩০ ফুট দীর্ঘ এবং ২০ ফুট চওড়া জাতীয় পতাকা উত্তোলন করবে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। বন্দরের মূল প্রশাসনিক ভবনে জ ওহর টাওয়ার চত্বরে জেলার সবথেকে উঁচু স্তম্ভ তৈরি হয়েছে। যোহর টাওয়ারের ১৩ তলা বিল্ডিং এর পাশে রয়েছে এটি। সোমবার পতাকা উত্তোলনের মহড়া করল বন্দর কর্তৃপক্ষ ,বন্দরের জেনারেল ম্যানেজার (প্রশাসন) প্রবীন কুমার দাস জানান স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতেই এই ধরনের স্মারক স্তম্ভ তৈরি করেছে । প্রথমে বন্দরের প্রবেশদ্বারের রানিচক এলাকায় স্মারক স্তম্ভ করার পরিকল্পনা করা হয়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় জওহর টাওয়ার চত্বরে তৈরি হবে। স্মারক পতাকার নিচে গ্রানাইট পাথর দিয়ে ৬ ফুট উঁচু বেদি তৈরি হয়েছে। শ্রমিক নেতা প্রদীপ বিজলী বলেন বন্দরের উঁচু স্মারক ও পতাকা স্তম্ভ শুধু হলদিয়ার নয় রাজ্যের গর্ব।
No comments