Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ম্যানেজমেন্টের বিরুদ্ধে শাসানির অভিযোগ তুলে কারখানার ঠিকা শ্রমিকদের একাংশ দিনভর কর্মবিরতি

ম্যানেজমেন্টের বিরুদ্ধে শাসানির অভিযোগ তুলে কারখানার ঠিকা শ্রমিকদের একাংশ দিনভর কর্মবিরতি
 পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া দূর্গাচক এক্সাইড ব্যাটারি কারখানা  ম্যানেজমেন্টের বিরুদ্ধে শ্রমিকদের শাসানির অভিযোগ তুল…

 




ম্যানেজমেন্টের বিরুদ্ধে শাসানির অভিযোগ তুলে কারখানার ঠিকা শ্রমিকদের একাংশ দিনভর কর্মবিরতি


 পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া দূর্গাচক এক্সাইড ব্যাটারি কারখানা  ম্যানেজমেন্টের বিরুদ্ধে শ্রমিকদের শাসানির অভিযোগ তুলে হলদিয়ার দুর্গাচকে  কারখানার ঠিকা শ্রমিকদের একাংশ দিনভর কর্মবিরতি পালন করল। ওই হলদিয়া দূর্গা চক এক্সাইড ব্যাটারি কারখানার গেটের ভিতর অবস্থান বিক্ষোভ চালায় শ্রমিকরা। কারখানার অটোমোটিভ সেকশনে গাড়ির ব্যাটারির আলফা চার্জিং পয়েন্টের সঙ্গে যুক্ত ওই শ্রমিকরা। তাঁদের বক্তব্য, তাদের বাড়তি কাজে বাধ্য করছে কারখানা কর্তৃপক্ষ। উৎপাদন বাড়ানোর জন্য তাদের উপর জবরদস্তি করা হচ্ছে এবং শাসানি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন। রবি ও সোম দু’দিন ধরে কর্মবিরতি করে বিক্ষোভ চলছে। আরও অভিযোগ, শ্রমিকদের একটি সেকশন থেকে অন্য সেকশনে বদলি করা হচ্ছে। এরফলে সমস্যায় পড়তে হচ্ছে। প্রতিবাদ করায় তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দু’দিন ধরে চার্জিং বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হয়েছে বলে অভিযোগ। এদিন, সন্ধে নাগাদ কারখানার এক আধিকারিক গেটের সামনে বসা বিক্ষোভরত শ্রমিক কর্মচারীদের বলেন, ডিউটি টাইম পার হওয়ার পর কারখানা চত্বরে বসে অবস্থান করা যাবে না। তাদের গেটের বাইরে যাওয়ার নির্দেশ দিলেও শ্রমিকরা অনড় থাকেন। তবে এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি।

No comments