Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গেঁওখালি লোকনাথ মন্দিরের পাশে গঙ্গার ঘাটে পৌষ সংক্রান্তির মকর স্নান মেতেছেন ভক্তগণ

গেঁওখালি লোকনাথ মন্দিরের পাশে গঙ্গার ঘাটে পৌষ সংক্রান্তির মকর স্নান মেতেছেন ভক্তগণ
বিশ্বজুড়ে করোনা মহামারীর দাপট বহুগুণ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতির মোকাবিলার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন । রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর নি…

 




গেঁওখালি লোকনাথ মন্দিরের পাশে গঙ্গার ঘাটে পৌষ সংক্রান্তির মকর স্নান মেতেছেন ভক্তগণ


বিশ্বজুড়ে করোনা মহামারীর দাপট বহুগুণ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতির মোকাবিলার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন । রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা থেকে শুরু করে ব্লক প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সচেতনতামূলক প্রচার চলছে । পুলিশ প্রশাসনের তরফ থেকেও কঠোরভাবে প্রচারাভিযান  চলছে। তা সত্ত্বেও প্রবীণ মানুষদের মনে একটাই ধারণা পৌষ সংক্রান্তির মকর স্নান সমুদ্র অথবা নদীতে করতে পারলেই পূর্ণ অর্জন করা যাবে। করার জন্য ভোর সকালে গেঁওখালি বাজারের লোকনাথ মন্দিরের উপস্থিত হন দূর দূরান্ত থেকে আসা বহু ভক্তগণ।  লোকনাথ মন্দিরে পুজো দিয়ে ভক্তগণ গঙ্গার ঘাটে নেমে রূপনারায়ন নদীর জলে স্নান করে  পৌষ সংক্রান্তির পূন্য অর্জন করেন। এখানেই তিনটি নদীর মোহনা হুগলি ,হলদি ও রূপনারায়ন । গেঁওখালি বাজারে লোকনাথ মন্দির এবং গঙ্গার ঘাটে রূপনারায়ন নদীর পার বরাবর পুলিশি ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেনএ. এস.আই তাপস পাত্র।

No comments