Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক শহরে বাস কর্মীদের আন্দোলন

তমলুক শহরে বাস কর্মীদের আন্দোলন

তমলুক পুরসভা সংলগ্ন বাসস্ট্যান্ড স্থানান্তরের প্রক্রিয়া শুরু হতেই শুক্রবার বাসকর্মীরা আন্দোলনে নামলেন। এদিন তমলুক-পাঁশকুড়া রুট বাস অপারেটার্স ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের…

 



তমলুক শহরে বাস কর্মীদের আন্দোলন



তমলুক পুরসভা সংলগ্ন বাসস্ট্যান্ড স্থানান্তরের প্রক্রিয়া শুরু হতেই শুক্রবার বাসকর্মীরা আন্দোলনে নামলেন। এদিন তমলুক-পাঁশকুড়া রুট বাস অপারেটার্স ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। সেই মিছিল পুরসভা এবং কোর্ট চত্বরে ঘোরার পর ফের বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। গত ২৯  ডিসেম্বর ওই বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে মহকুমা শাসকের অফিসে বৈঠক হয়। সেখানে প্রাথমিকভাবে ওই সিদ্ধান্তের বিরোধিতা করে বাস মালিকদের মতামত জানানোর জন্য ১৫ দিনের সময়সীমা নিয়েছিল তমলুক-পাঁশকুড়া বাস মালিক অ্যাসোসিয়েশন। যদিও তমলুক শহরে যানজন মোকাবিলায় ওই বাসস্ট্যান্ড সরানো জরুরি বলে মনে করে প্রশাসন ও পুলিস। গত ৫ জানুয়ারি ডিএসপি(ট্রাফিক) পবিত্রকুমার বারিক মালিক সংগঠনকে চিঠি দিয়ে ১৫ দিনের মধ্যে বাসস্ট্যান্ড স্থানান্তরের আবেদন করেন। তমলুক-পাঁশকুড়া রুটের বাস রেলস্টেশন লাগোয়া বাস টার্মিনালে নিয়ে যাওয়ার জন্য চিঠি দেন। এরপরই শুক্রবার বাসকর্মীদের পক্ষ থেকে মিছিল বের করা হয়। তমলুক-পাঁশকুড়া রুট অপারেটার্স কমিটির সম্পাদক কল্যাণ সেনগুপ্ত বলেন, আমরা স্বাধীনতার আগে থেকে এই বাসস্ট্যান্ড চালু রয়েছে। এই বাসস্ট্যান্ডে নেমে প্রতিদিন অসংখ্য মানুষ তমলুক কোর্ট, কলেজ, পুরসভা, বর্গভীমা মায়ের মন্দির, তমলুক-ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং সিএমওএইচ অফিসে আসা যাওয়া করেন। শহরে কেনাকাটার জন্যও এই বাসস্ট্যান্ডে নামতে হয়। আমরা এই স্ট্যান্ড স্থানান্তরের বিপক্ষে। এরজন্য বৃহত্তর আন্দোলনে যেতে রাজি আছি।

No comments